• Lok Sabha Election 2024: কোন রাজ্যে কয় দফায় ভোট? কবে সূচি ঘোষণা? জেনে নিন
    এই সময় | ০৩ মার্চ ২০২৪
  • লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট যে কোনও দিন প্রকাশ হতে পারে। নির্বাচনের দামামা বাজতে আর খুব বেশি দেরি নেই। ইতিমধ্যে কেন্দ্রের শাসক দল তাদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে বিজেপি। শোনা যাচ্ছে চলতি মাসের যে কোনও দিনেই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে পারে কমিশন। সূত্রের খবর, উত্তর ভারতের বেশির ভাগ রাজ্য এক বা দুই দফায় ভোট হতে পারে। অন্যদিকে উত্তর প্রদেশ ও জম্মু-কাশ্মীরে কয়েকটি ধাপে ভোটগ্রহণ পর্ব চলতে পারে।সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের সূত্র মারফতর খবর, উত্তর প্রদেশের ৮০টি লোকসভা আসনের জন্য কয়েক দফায় এপ্রিল-মে মাস জুড়ে চলতে পারে ভোটে। উত্তর প্রদেশে ৬ থেকে ৭ দফায় ভোট হতে পারে। হরিয়ানায় ১০ আসনে মাত্র এক দফায় ভোট হওয়ার সম্ভাবনা। মে মাসে এক দফায় ভোট হতে পঞ্জাবে ১৩টি আসনে। যদিও এখনও পর্যন্ত পঞ্জাব ও হরিয়ানায় শুধুমাত্র এক দফায় নির্বাচনের সম্ভাবনা রয়েছে তবে আইন-শৃঙ্খলার চূড়ান্ত মূল্যায়নের পর কমিশন দুই দফায় ভোট পরিচালনার বিকল্পও বেছে নিতে পারে। এছাড়া মে মাসে এক দফায় ভোট হতে পারে হিমাচল প্রদেশের ৪টি আসনে। অন্য়দিকে রাজস্থানের ২৫টি আসনে এক বা দুই দফায় এপ্রিল বা মে মাসে ভোট হতে পারে।

    জম্মু-কাশ্মীরে ক'দফায় ভোটের সম্ভাবনা?

    দিল্লির সাতটি লোকসভা আসনে এক দফায় ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। মে মাসে দিল্লিতে ভোট হতে পারে। উত্তরাখণ্ডের পাঁচ আসনেও ভোট হতে পারে একক পর্বে। এপ্রিল মাসে হতে পারে উত্তরাখণ্ডের ভোট। অন্যদিকে জম্মু-কাশ্মীরের পাঁচটি লোকসভা আসনে তিন থেকে পাঁচ দফায় ভোট গ্রহণ চলতে পারে। এপ্রিল-মে মাসে জম্মু-কাশ্মীরে ভোটের সম্ভাবনা। এক লোকসভা আসন বিশিষ্ট লাদাখে এক দফায় ভোট হতে পারে মে মাসে।

    উল্লেখ্য, বিজেপি শনিবার প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করে। ১৯৫ জনের প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। রয়েছে, পশ্চিমবঙ্গের ২০ টি আসনের প্রার্থী তালিকা। এছাড়াও মধ্যপ্রদেশের ২৪, উত্তর প্রদেশের ৫১, গুজরাটের ১৫ টি আসন সহ বিভিন্ন প্রদেশের তালিকা ঘোষিত হয়েছে। বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকায় রয়েছেন ৩৪ জন কেন্দ্রীয় ও রাজ্যের মন্ত্রী, যার মধ্যে ২ জন প্রাক্তন মুখ্যমন্ত্রী, ২৮ জন মহিলা। তলিকায় ৪৭ জন এমন নেতারা রয়েছেন যাঁদের বয়স ৫০ এর মধ্যে ওবিসি থেকে ৫৭ জন প্রার্থী রয়েছেন।
  • Link to this news (এই সময়)