প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। সারা দেশে ১৯৫ প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তার মধ্যে বাংলার ২০ প্রার্থীর নামও ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি। সেই তালিকায় এমন অনেকেই রয়েছেন, যাঁরা গত লোকসভা ভোটেও বিজেপির টিকিটে দাঁড়িয়ে জয়ী হয়েছিলেন। তেমনই একজন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। এবারেও তাঁকে রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে টিকিট দিয়েছে পদ্মশিবির। অর্থাৎ এবারেও জগন্নাথের ওপরেই ভরসা রাখতে দেখা গেল বিজেপিকে।গত লোকসভা নির্বাচনে প্রচুর ভোটে জয়লাভ করেছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। তবে এবার প্রার্থী তালিকা ঘোষণার আগে অনেক কানাঘুষো শোনা যাচ্ছিল। কেউ কেউ মনে করছিলেন এবার হয়ত টিকিট নাও পেতে পারেন জগন্নাথ। তবে সব জল্পনায় ইতি টানল বিজেপির প্রকাশিত প্রথম প্রার্থী তালিকা। প্রথম পর্যায়ে যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে নদিয়ার রানাঘাট কেন্দ্রে ফের প্রার্থী হিসেবে উঠে এসেছে জগন্নাথ সরকারের নাম। আর জগন্নাথের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই উল্লাসে মেতে উঠেছেন তাঁর অনুগামীরা।
আমি দলের কাছে কৃতজ্ঞ যে দল পুনরায় আমাকে প্রার্থী হিসেবে নির্বাচিত করেছে। আমার দায়িত্ব আরও বেড়ে গেল।জগন্নাথ সরকার
ফের একবার টিকিট পেয়েই নবদ্বীপের জাগ্রত দেবী পোড়া মায়ের মন্দিরে দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকদের নিয়ে পুজো দিলেন জগন্নাথ সরকার। ফের একবার প্রার্থী হয়ে জগন্নাথ সরকার বলেন, 'আমি দলের কাছে কৃতজ্ঞ যে দল পুনরায় আমাকে প্রার্থী হিসেবে নির্বাচিত করেছে। আমার দায়িত্ব আরও বেড়ে গেল। বিগত পাঁচ বছরের কাজে নিরিখে জনগণ যেভাবে আমাকে সাহায্য করেছে আমি জনগণের প্রতি কৃতজ্ঞ। জনগণের মতামতকে গুরুত্ব দিয়েছে দল, আর সেই কারণে আমাকে পুনরায় প্রার্থী হিসেবে নির্বাচিত করেছে। আমি সকলের কাছে কৃতজ্ঞ এবং আগামী লোকসভা নির্বাচনে জয়লাভ করে জনগণের প্রত্যাশা পূরণ করতে সচেষ্ট হব।'
প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদে গিয়েছিলেন জগন্নাথ সরকার। সেই বছর তাঁর প্রাপ্ত ভোট ছিল ৭ লাখ ৮৩ হাজার ২৫৪। প্রধান প্রতিপক্ষ তৃণমূলের রূপালি বিশ্বাস পেয়েছিলেন ৫ লাখ ৪৯ হাজার ৮২৫ ভোট। সিপিএম প্রার্থী রমা বিশ্বাস বেয়েছিলেন ৯৭ হাজার ৭৭১ ভোট এবং কংগ্রেস প্রার্থী মীনতি বিশ্বাসের ঝুলিতে গিয়েছিল ২৩ হাজার ২৯৭ ভোট। এবার দেখা গেল প্রথম তালিকাতেই জগন্নাথের নাম ঘোষণা করল দল। সেক্ষেত্রে দেখার, এবারের নির্বাচনে কতটা টক্কর দিতে পারেন তিনি।