IPL 2024: বিশ্বকাপজয়ী অধিনায়কের হাতেই নেতৃত্বের ব্যাটন! KKR ফেরত কোটি কোটির বিদেশি ঝড় তুলবেন ক্যাপ্টেন হয়েই
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৩ মার্চ ২০২৪
SRH IPL 2024:
চলতি মরশুমে আসন্ন আইপিএল, আরও এক অধিনায়ক বদলের সাক্ষী থাকতে চলেছে। ২০২৪ আইপিএল, গোড়া থেকেই অধিনায়ক বদলের ঘটনায় সরগরম। যার শুরুটা হয়েছিল আইপিএল নিলামের আগেই। মুম্বই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক বেছে যার শুরুর ঘণ্টাটা বাজিয়েছিল। এবার সেই অধিনায়ক বদলের তালিকা এগিয়ে নিয়ে যেতে চলেছে এসআরএইচ।
Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)