• Justice Abhijit Ganguly : অবসরের সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
    এই সময় | ০৩ মার্চ ২০২৪
  • অবসরের সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। রবিবার তিনি এবিপি আনন্দের সাক্ষাৎকারে জানিয়েছেন, মঙ্গলবারই তিনি পদত্যাগ করবেন। রাজনৈতিক ময়দানে নামবেন বলেও তিনি স্পষ্ট করেছেন। যদিও কোন দলে তিনি যাবেন তা স্পষ্ট করেননি।এদিনের সাক্ষাৎকারে একাধিক উল্লেখযোগ্য মন্তব্য করেছেন তিনি। নিজের বার্তায় একাধিকবার রাজ্য শাসকদলকে আক্রমণ করেন তিনি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'মঙ্গলবার আমি পদত্যাগ করব। রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতিকে পদত্যাগপত্র পাঠাব। এই সিদ্ধান্ত নিতে বাধ্য করার জন্য রাজ্যের শাসক দলকে অভিনন্দন।'

    রাজ্যপাল হওয়া নিয়ে জল্পনা প্রসঙ্গে তিনি এদিন বলেন, 'এখনও কোনও ঘোষণা করিনি কোন দলে যাব। রাজ্যপাল হব কি হব না তা একটা গেসিং গেম। আমি এখনই তা করছি না। আমি এখন শুধু বিচারপতির পদ থেকে সরে আসতে চাইছি এবং বৃহত্তর ক্ষেত্রে যেতে চাইছি।' এদিন রাজনীতিতে যোগদানের ইঙ্গিত দিয়েছেন তিনি। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, 'কোনও চূড়ান্ত কথা বলব না। আমি কোন দলে যাব বা না যাব তার থেকেও বড় কথা পশ্চিমবঙ্গের বিভিন্ন অবস্থার মর্যাদা তলানিতে ঠেকেছে। কৃষি, শিল্পেও অবনতি। চারিদিকে অন্ধকার নেমে আসছে এই অন্ধকারের থেকে মুক্ত হতে হবে। মানুষকে এগিয়ে আসতে হবে।'

    Abhijit Gangopadhyay vs Soumen Sen : কলকাতা হাইকোর্টে বিচারপতি Vs বিচারপতি! সুপ্রিম কোর্টের কড়া জবাব

    তিনি বলেন, 'আমাকে বর্তমান শাসক দল বাধ্য করেছে। পরশু থেকেই ময়দানে আসছি।' ভোটে লড়াই করার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তিনি। এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, 'এখনও বহু দফতরে বহু দুর্নীতি উদঘাটিত হয়নি। সেগুলি উঘাটন হলে বোঝা যাবে কী পরিমাণ দুর্নীতির রাজ্যে বাস করছি। আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করার জন্য রাজ্য শাসক দলকে অভিনন্দন। আমি রাজনৈতিক ময়দানেই যাব। কোন রাজনৈতিক দলের হয়ে আমি শুরু করব তা আজকেই বলছি না। আমার যা সামান্য কাজ রয়েছে তা কাল করে আমি থেমে যেতে চাই যাতে কেউ বলতে না পারে আমার কোনও সিদ্ধান্ত একপেশে হয়েছে।'

    বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, 'আমি গত সাতদিন ছুটি নিয়েছিলাম ব্যক্তিগত কারণে। আগামীকাল প্রধান বিচারপতিকে মৌখিকভাবে জানিয়ে দেব। তারপর মঙ্গলবার রাষ্ট্রপতিকে পাঠিয়ে দেব চিঠি।' এই ঘোষণার পর শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন যুব তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। এখন দেখার কোন রাজনৈতিক দলে যোগদান করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
  • Link to this news (এই সময়)