BJP Candidate List 2024: ৩৪ জন কেন্দ্রীয় মন্ত্রী-২৮ জন মহিলা! বিজেপি প্রথম দফার প্রার্থী তালিকায় চমক, জানুন ১০টি 'হাইলাইটস'
এই সময় | ০৩ মার্চ ২০২৪
২০২৪ সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে ১৯৫ প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি। শনিবার দিল্লিতে দলীয় কার্যালয়ের সদর দফতরে জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওদে সকলের সামনে প্রার্থীদের তালিকা পেশ করেন। তালিকা প্রকাশের সময় প্রথম প্রার্থী তালিকায় কয়েকটি তাৎপর্যপূর্ণ বিষয়ও তুলে ধরেন। প্রথম প্রার্থী তালিকায় টিকিট দেওয়া হয়েছে ২৮ জন মহিলা প্রার্থীকে টিকিট দেওয়া হয়েছে। এবার তরুণ প্রার্থীদের উপর বিশেষ ভরসা রাখছে গেরুয়া শিবির। প্রথম তালিকায় যাঁরা টিকিট পেয়েছেন তাঁদের মধ্যে ৪৭ জনের বয়স ৫০ বছরের নীচে। প্রথম তালিকায় তফসিলি জাতি থেকে ২৭ জন, তপশিলি উপজাতি থেকে ১৮ জন এবং ওবিসি সম্প্রদায়ের ৫৭ জনকে প্রার্থী নির্বাচন করা হয়েছে। তবে ৩৪ জন সাংসদ এবার আর টিকিট পাননি। প্রথম তালিকার কয়েকটি গুরুত্বপূর্ণ দিকপ্রথম তালিকায় ৩৪ জন কেন্দ্রীয় মন্ত্রীর নাম
বিজেপির প্রথম তালিকায় টিকিট পেয়েছেন ৩৪ জন কেন্দ্রীয় মন্ত্রী। বারাণসী থেকে আবারও নির্বাচনে লড়বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অমিত শাহ গান্ধীনগর থেকে, রাজনাথ সিং লখনউ থেকে টিকিট পেয়েছেন। এরা ছাড়াও রাজীব চন্দ্রশেখর, কিরেন রিজিজু, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, স্মৃতি ইরানি, অর্জুন রাম মেঘওয়াল, গজেন্দ্র শেখাওয়াত, জিতেন্দ্র সিং, অর্জুন মুন্ডা, ভি মুরালীধরন, কৈলাশ চৌধুরী, জি কিষান রেড্ডি, অজয় মিশ্র টেনি, সত্যপাল সিং-এর নাম রয়েছে।
৪ জন প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য লোকসভা টিকিট
বিজেপি প্রার্থীদের প্রথম তালিকায় কেন্দ্রীয় মন্ত্রীদের পাশাপাশি চার প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও টিকিট দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নামও। তাকে বিদিশা আসন থেকে প্রার্থী করা হয়েছে। শিবরাজ সিং চৌহান কেন্দ্রীয় রাজনীতিতে আসবেন কিনা তা নিয়ে কয়েক মাস যাবত ধরেই বিস্তর আলোচনা চলছিল। শিবরাজ ছাড়াও ত্রিপুরা পশ্চিম থেকে টিকিট দেওয়া হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে। এর বাইরে সর্বানন্দ সোনোয়াল ও অর্জুন মুণ্ডাকেও টিকিট দেওয়া হয়েছে।
২৭ SC, ১৮ ST ও ৫৭ জন OBC প্রার্থীর নাম
বিজেপির প্রথম তালিকায় টিকিট পেয়ছেন ৫৭ জন ওবিসি প্রার্থী। ২৭ জন তফশিলি জাতি (SC) এবং ১৮ জন তপশিলি উপজাতি (ST) প্রার্থী করা হয়েছে।
প্রথম তালিকায় ২৮ জন মহিলা প্রার্থী
বিজেপির প্রথম প্রার্থী তালিকা থেকেই স্পষ্ট এবার নারী শক্তির উপর ভর করতে চাইছে গেরুয়া শিবির। । স্মৃতি ইরানি, হেমা মালিনী, সরোজ পান্ডে, কমলেশ জাংদে, রূপ কুমারী চৌধুরী, বাঁসুরি স্বরাজ, কমলজিৎ সেহরাওয়াত, পুনমবেন ম্যাডাম সহ ২৮ জন মহিলা প্রার্থী টিকিট পেয়েছেন।
৪৭ জন যুব প্রার্থীকে টিকিট
প্রার্থীদের তালিকা প্রকাশের সময় বিজেপি তরুণ প্রার্থীদের বিশেষ নজর দিয়েছে। ১৯৫ প্রার্থীর মধ্যে ৪৭ জন তরুণ মুখকে টিকিট দিয়েছে দলটি। তাঁদের প্রত্যেকের বয়স ৫০ বছরের কম।
দিল্লিতে চার সাংসদের টিকিট বাতিল
বিজেপি প্রার্থীদের প্রথম তালিকায় একাধিক বিদ্যমান সাংসদদের টিকিট বাতিল হয়েছে। বিশেষ করে দিল্লিতে এবার টিকিট পাননি চার জন সাংসদ। প্রথম তালিকায় শুধু রাখা হয়েছে মনোজ তিওয়ারিকে। দিল্লি লোকসভা আসন থেকে টিকিট পেয়েছেন রমেশ বিধুরি, প্রবেশ ভার্মা, মীনাক্ষী লেখি, হর্ষ বর্ধন। নয়াদিল্লি থেকে টিকিট পেয়েছেন সুষমা স্বরাজের মেয়ে বাঁসুরি স্বরাজ।
বিজেপির প্রার্থী তালিকায় ভোজপুরী তারকা
টলি-বলি ছাড়াও উল্লেখযোগ্য এবার বিজেপি ভোজপুরী সুপারস্টারদের বেশ ভালোই প্রাধান্য দিয়েছে।রবিকিশান গোরখপুর থেকে টিকিট পেয়েছেন এবং ইউপির আজমগড় আসন থেকে টিকিট পেয়েছেন নিরহুয়া। বাংলার আসানসোল আসন থেকে ভোজপুরী সুপারস্টার পবন সিংয়ের নাম ঘোষণা হলেও তিনি নির্বাচনে না লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
৩৪ জন বর্তমান সাংসদ টিকিট পাননি এবার
৩৪ জন সদস্যকে এবার তাঁদের এলাকা টিকিট দেওয়া হয়নি। তাঁদের জায়গায় নতুন প্রার্থীদের উপরই বাজি দলেছে দল।
স্পিকারের নাম প্রার্থী তালিকায় উল্লেখ
প্রথম প্রার্থী তালিকায় নাম রয়েছে লোকসভার স্পিকার ওম বিড়লার। কোটা থেকে তাঁকে প্রার্থী করেছে দল।
দিল্লিতে চার নতুন মুখকে প্রার্থী করেছে দল
লোকসভা নির্বাচনের জন্য দিল্লির সাতটি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। এই পাঁচ প্রার্থীর মধ্যে চারজন নতুন মুখকে সুযোগ দেওয়া হয়েছে। চাঁদনি চক থেকে ব্যবসায়ী নেতা প্রবীণ খান্ডেলওয়াল, নয়াদিল্লি থেকে বাঁসুরি স্বরাজ, পশ্চিম দিল্লি থেকে প্রাক্তন মেয়র কমলজিৎ সেহরাওয়াত এবং দক্ষিণ দিল্লি থেকে রামবীর সিং বিধুরিকে টিকিট দেওয়া হয়েছে।