• Puri Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরে নেশার দ্রব্য বিক্রির ছক! ব্রাউন সুগার সহ ধৃত ১
    এই সময় | ০৩ মার্চ ২০২৪
  • পুরীর জগন্নাথ মন্দিরে ব্রাউন সুগার সহ ধৃত এক কিশোর। অভিযোগ, মন্দিরের ভিতর বিক্রির জন্য ওই কিশোরকে কেউ বা কারা ব্রাউন সুগার দেয়। পুলিশ ওই যুবকের থেকে সমস্ত ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে। তদন্তের স্বার্থে কিশোরকে নিয়ে যাওয়া হয়েছে সিংহদ্বার থানায়।সূত্রের খবর, ওই কিশোর মা বিমলা দেবীর মন্দিরের কাছে ঘোরাফেরা করছিল। সেই সময় মন্দিরে মোতায়েন এক নিরাপত্তাকর্মীর চোখে পড়ে লুকিয়ে লুকিয়ে একটি বাক্স খোলার চেষ্টা করছে সে। বিষয়টি দেখেই সন্দেহ হয় ওই নিরাপত্তারক্ষীর। কিশোরের হাতে থাকা বাক্সটিকে নিষিদ্ধ কোনও মাদক দ্রব্য আছে বলে সন্দেহ হয় তাঁর। সঙ্গে সঙ্গে বিষয়টি তিনি অন্যদের নজরে আসনে। কিশোরকে পরীক্ষা করে তার কাছ থেকে ব্রাউন সুগার উদ্ধার হয়। কিশোরকে জিজ্ঞাসাবাদ করলে সে দাবি করে, তাকে জনৈক ব্যক্তি ওই ব্রাউন সুগার দিয়েছিল মন্দির বিক্রির জন্য।

    উল্লেখ্য, শুক্রবার আলিপুরদুয়ারে উদ্ধার হয়েছে প্রায় আড়াই কোটি টাকার নিষিদ্ধ মাদক দ্রব্য ব্রাউন সুগার। শুক্রবার ফালাকাটা থানার পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়। নানা প্রান্তে নাকা চেকিং চলে। ফালাকাটা শহরের দুলাল দোকান এলাকায় জাতীয় সড়কে পুলিশ লরি আটকে তল্লাশি চলে।

    উল্লেখ্য়, দিন কয়েক আগেই গোপন খবরের ভিত্তিতে কৈলাসহরে ব্রাউন সুগার সহ অসমের দুই মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। অসম থেকে দুই মাদক পাচারকারী একটি বাইকে চেপে ডিকে রোড ধরে ধর্মনগর থেকে কৈলাসহরের দিকে আসছে বলে খবর ছিল পুলিশের কাছে। এই গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ধর্মনগর কৈলাসহর সড়কের ভগবাননগর এলাকায় ফাঁদ পেতে ছিল। ভগবাননগরে সন্দেহভাজন বাইকটি নাগালের মধ্যে আসতেই পুলিশ বাইকটি আটক করেছে। সেই বাইকে তল্লাশি চাল্লিয়ে সাফল্যও পায় পুলিশ। বাইকটির মধ্যে তল্লাশি চালিয়ে দুটি সাবানের বাক্সের মধ্যে ২১.৬৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। আটক ব্রাউন সুগারের মূল্য দেড় লাখ টাকা হবে।

    কয়েক দিন আগে কুড়ি লাখ টাকার ব্রাউন সুগার সহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করল গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। ধৃতের হেপাজত থেকে উদ্ধার হয় ৮৮২ গ্রাম ব্রাউন সুগার। যার আনুমানিক বাজার মূল্য কুড়ি লাখ টাকা। সেই সঙ্গে একটি মোটর বাইক উদ্ধার হয়। ধৃতকে রবিবার জেলা আদালতে পেশ করা হয়েছে। ধৃতকে হেপাজতে নিয়েছে পুলিশ।
  • Link to this news (এই সময়)