শনিবারই বাংলার ২০টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করে BJP। কিন্তু, এবার বড় ধাক্কা গেরুয়া শিবিরের। আসানসোল কেন্দ্রে এবার প্রার্থী হিসেবে ভোজপুরি গায়ক অভিনেতা পবন সিংয়ের নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু, তিনি ভোটে না লড়ার কথা জানিয়ে টুইট করেছেন। সেখানে তিনি লেখেন,'আমাকে প্রার্থী করার জন্য BJP-কে অন্তর থেকে ধন্যবাদ। দল আমাকে বিশ্বাস করে আসানসোলের প্রার্থী করেছে। কিন্তু, কোনও কারণের জন্য আমি ভোটে এই কেন্দ্র থেকে লড়ব না।'এখনও পর্যন্ত এই নিয়ে বিজেপির তরফে কোনও মন্তব্য করা হয়নি। রাজ্য BJP-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানি না। তাই কোনও মন্তব্য করব না।' উল্লেখ্য, পবন সিংকে আসানসোলের প্রার্থী করা নিয়ে বিস্তর চর্চা চলছিল। তাঁর গানের বেশ কিছু অংশ সামনে রেখে প্রশ্ন তুলে দিয়েছিলেন তৃণমূলের রাজ্য সভার সাংসদ সাগরিকা ঘোষ। যেখানে 'হাম হাসিনা বাঙ্গাল কে' গানটিকে সামনে রেখে প্রশ্ন তুলে দিয়েছিলেন সাগরিকা ঘোষ। শুধু সাগরিকা নয়, সমালোচনার ঝড় উঠেছিল বিভিন্ন মহলে।
আসানসোলে শত্রুঘ্ন সিনহার পরিবর্তে কাকে প্রার্থী করতে চলেছে BJP, তা নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল বিস্তর। এরই মধ্য়ে উঠে আসে অগ্নিমিত্রা পল এবং পবন সিংয়ের নাম। আসানসোলে হিন্দি ভোট রয়েছে একটা বড় অংশ। এদিকে সোশ্যাল মিডিয়ায় পবন সিংয়ের জনপ্রিয়তা বিস্তর। আর তিনি অভিনেতা এবং গায়ক। সেই বিষয়গুলির কথা মাথায় রেখে অনেকটাই তাঁকে এগিয়ে রাখছিলেন রাজনীতিকরা। শনিবার প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর যে ২০টি নাম সামনে আসে তার মধ্যে ছিল পবন সিংও।
কিন্তু, এরপরেই একের পর এক বিষয় সামনে আসতে শুরু করে। এই প্রার্থীর পুরনো কিছু ভিডিয়ো সামনে রেখে সুর চড়াতে দেখা যায় তৃণমূলকে। এরই মধ্যে পবনের আসানসোল থেকে না লড়ার ঘোষণা করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, এই ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইটটি সামনে রেখে লিখেছেন, 'পশ্চিমবঙ্গবাসীর অদম্য শক্তির জোর'। তিনি 'জনগর্জন' হ্যাচট্যাগ-টিও ব্যবহার করেছেন।
ডেরেক ও'ব্রায়েনও একটি টুইটে লেখেন, 'খেলা শুরু হওয়ার আগেই খেলা হবে।' সার্বিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে পবন সিংয়ের এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও এখন এই নিয়ে মুখ খোলেননি পবন সিং।