• সংস্কৃতে অনার্স, বিধানসভা ভোটে ২ বার হার, অনুব্রত গড়ে BJP-র প্রার্থী কে এই পিয়া?
    এই সময় | ০৩ মার্চ ২০২৪
  • বীরভূম বরাবর 'অনুব্রত গড়' হিসেবে পরিচিত। বোলপুরে এই লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী করা হয়েছে প্রিয়া সাহাকে। অনুব্রতর অনুপস্থিতিতে বীরভূম এবং বোলপুর কেন্দ্রে লোকসভা নির্বাচনে তৃণমূল কেমন ফলাফল করে, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন সকলেই।এবার বোলপুরে 'আনকোরা মুখ' পিয়া সাহাকে প্রার্থী করল BJP। বঙ্গ BJP-তে এই নেত্রীর নাম খুব একটা বেশি অতীতে সামনে আসেনি। স্বাভাবিকভাবেই তাঁর রাজনৈতিক পরিসর এবং ব্যক্তিগত জীবন অনেকের কাছেই অজানা। প্রশ্ন উঠছে, কে এই পিয়া?

    পিয়া সাঁইথিয়া মহাবিদ্যালয় থেকে সংস্কৃতে স্নাতক হন। ছাত্রজীবন থেকেই তাঁর রাজনীতির প্রতি আকর্ষণ ছিল। তাঁর নাম প্রচারে খুব একটা না এলেও ভোটযুদ্ধে তিনি এই প্রথম নন। এর আগে ২০১৬ এবং ২০২১ বিধানসভা নির্বাচনে তিনি সাঁইথিয়া কেন্দ্র থেকে প্রার্থী হন। কিন্তু, সেই সময় জয়ের মুখ অবশ্য দেখেননি।

    ২০১৬ সালে তৃণমূল প্রার্থী নীলাবতী সাহার কাছে তিনি পরাজিত হন। ২০২১ সালেও একই ফলাফলের পুনরাবৃত্তি। কিন্তু, তাঁর রাজনৈতিক জীবন শুরু বিজেপি থেকে নয়। আগে তিনি কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি যোগদেন বিজেপিতে। ২০১৫ সালে পুরসভা ভোটে পদ্ম প্রতীকে লড়েওছিলেন। সেই প্রথম ভোটযুদ্ধে পিয়ার জয়ের স্বাদ পাওয়া। ৩ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর হন তিনি।

    বীরভূমে BJP-র কর্মসূচিতে প্রথম সারিতে দেখা যায় তাঁকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই আনকোরা মুখের উপর ভরসা করে কি আদৌ অনুব্রত গড়ে ভোট বৈতরণী পার করতে পারবে BJP? এই বিষয়ে অবশ্য আত্মবিশ্বাসী পিয়া। তাঁর নাম ঘোষণার পরেই এই রাজনীতিক বলেন, ‘অনুব্রত মণ্ডলের এখন কী পরিস্থিতি তা সকলেই জানেন। বীরভূম আগে অনুব্রত গড় ছিল।’

    বনগাঁয় প্রার্থী শান্তনু ঠাকুর, আনন্দে লাড্ডু বিতরণ-আবির খেলা

    যদিও এই লড়াই অত্যন্ত সহজ হবে বলে মনে করছে না ওয়াকিবহাল মহল। তাঁদের কথায়, ‘৪২-এ ৪২টার টার্গেট বেঁধে দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু, জনগর্জন সভা থেকে উল্লেখযোগ্য বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।’ এখন তৃণমূলের স্ট্যাটেজি ঠিক কী হতে চলেছে? তা নিয়ে চলছে আলোচনা?

    প্রসঙ্গত, অনুব্রত না থাকলেও বীরভূমে তাঁর কায়দাতেই যে দল চালাতে হবে, তা একপ্রকার স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন দেখার বিজেপির পিয়ার পালটা কাকে এই আসন থেকে প্রার্থী করে তৃণমূল?
  • Link to this news (এই সময়)