লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) ঢাকে কাঠি পড়ে গিয়েছে। বিরোধীদের কাছে রাজ্যের শাসকদল তৃণমূলকে প্যাঁচে ফেলতে হাতেগরম একের পর এক ইস্যুর অভাব নেই। ফি দিন তা ঘাসফুলকে ‘হাড়ে হাড়ে’ বোঝাচ্ছে বিরোধী BJP থেকে শুরু করে সিপিআইএম (CPIM) ও কংগ্রেস (Congress)। তবে বাংলায় জনভিত্তি ধরে রাখতে চেষ্টায় কসুর করছে না জোড়াফুলও। আগামী ১০ মার্চ ব্রিগেডে সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে ‘জনগর্জন সভা’ (jana garjana sabha) করবে তৃণমূল (TMC)। ১০ তারিখ ব্রিগেডের সভা থেকে দলের সুপ্রিমো মমতা বন্দ্যেপাধ্যায়ের (Mamata Banerjee) বার্তা নিয়েই কোমর বেঁধে ময়দানে নেমে পড়ছেন অভিষেক নিজে। আগামী কয়েক সপ্তাহে রাজ্য চষে ফেলার প্ল্যান ‘যুবরাজের’।