• Soumendu Adhikari: ‘কঠিন কাণ্ড হবে, যা ওরা ভাবতেই পারবে না’, ছেলে সৌমেন্দু প্রার্থী হতেই হুঙ্কার শিশিরের!
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৩ মার্চ ২০২৪
  • Soumendu Adhikari:

    আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Polls 2024) শিশির-পুত্র সৌমেন্দু অধিকারীকে (Soumendu Adhikari) কাঁথি (Contai) থেকে প্রার্থী করেছে BJP। এখবর ছড়িয়ে পড়তেই কাঁথির অধিকারী বাড়িতে উৎসবের মেজাজ। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বাবা শিশির অধিকারী (Sisir Adhikari

    যিনি খাতায় কলমে এখনও তৃণমূলের সাংসদ) এবং আর এক ভাই দিব্যেন্দু অধিকারী (Dibyendu Adhikari

    যিনিও এখনও খাতায় কলমে তৃণমূলের সাংসদ) উচ্ছ্বসিত। বাড়ির ছেলের হয়ে দু’জনেই প্রচারে নামবেন বলেও জানিয়েছেন তাঁরা। খাতায় কলমে তৃণমূলের সাংসদ হলেও শাসকদলের সঙ্গে তাঁদের সম্পর্ক একেবারেই তলানিতে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)