• Mauritius and India: লক্ষ্যটা বিরাট! প্রকাশ্যে আনতে নারাজ ভারত-মরিশাস, উদ্বোধন এয়ারস্ট্রিপ, জেটির
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৩ মার্চ ২০২৪
  • Agalega Island & India:

    চলতি সপ্তাহের গোড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ জগনাউথ যৌথভাবে একটি এয়ারস্ট্রিপ এবং একটি জেটি উদ্বোধন করেছেন। এর মধ্যে সেন্ট জেমস জেটিটি ভারত মহাসাগরের আগালেগা দ্বীপে তৈরি হয়েছে। এর পাশাপাশি, ওই অনুষ্ঠানে আরও উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করা হয়েছে। মরিশাসের প্রধান উত্তর দ্বীপ এবং অপেক্ষাকৃত ছোট দক্ষিণ দ্বীপের জন্য এই আগালেগা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মরিশাসের রাজধানী পোর্ট লুইসের উত্তরপ্রান্ত থেকে আগালেগার দূরত্ব ১,১০০ কিলোমিটার। আর মালদ্বীপের রাজধানী মালের দক্ষিণ-পশ্চিম প্রান্ত থেকে আগালেগার দূরত্ব ২,৫০০ কিলোমিটার।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)