• জনমত সমীক্ষায় বাইডেনের চেয়ে ৪ শতাংশ এগিয়ে ট্রাম্প
    আজকাল | ০৩ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের চেয়ে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪ শতাংশ এগিয়ে গেছেন। গতকাল শনিবার দ্য নিউইয়র্ক টাইমস ও সায়েনা কলেজের এক সমীক্ষায় এ তথ্য উঠে আসে।আগামী নভেম্বরে এ নির্বাচন হওয়ার কথা রয়েছে। দেশব্যাপী নিবন্ধিত ভোটারদের মধ্যে চালানো নতুন জরিপে প্রেসিডেন্ট বাইডেন পেয়েছেন ৪৩ শতাংশের সমর্থন; তাঁর প্রতিদ্বন্দ্বী ট্রাম্প ৪৮ শতাংশ সমর্থন পেয়ে এগিয়ে আছেন। ১০ শতাংশ ভোটার কোনও মন্তব্য করেননি। কেবল চারজনের মধ্যে একজন ভোটার মনে করেন, আমেরিকা সঠিক পথে রয়েছে। অধিকাংশ ভোটার মনে করেন, অর্থনীতি খারাপ অবস্থায় আছে। সমীক্ষায় বলা হয়, ট্রাম্প তাঁর দলকে যথেষ্ট ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছেন। বিভিন্ন অঙ্গরাজ্যের মনোনয়নের প্রাথমিক লড়াইয়েও এটা দেখা যাচ্ছে। ২০২০ সালে ট্রাম্পকে যাঁরা ভোট দিয়েছেন, এবারও তাঁদের ৯৭ শতাংশ তাঁকেই সমর্থন করছেন। তাঁরা কেউই বলেননি, এবার তাঁরা বাইডেনকে ভোট দেবেন। পক্ষান্তরে প্রেসিডেন্ট বাইডেনের ক্ষেত্রে এ হার ৮৩ শতাংশ। আর ১০ শতাংশ ভোটার বলছেন, ২০২০ সালে বাইডেনকে ভোট দিলেও এবার তাঁরা ট্রাম্পকে দেবেন।সমীক্ষায় অংশগ্রহণকারীরা মনে করেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর তাঁর দল ডেমোক্রেটিক পার্টির আস্থায় ঘাটতি রয়েছে। তিনি যেভাবে আমেরিকাকে নেতৃত্ব দিচ্ছেন, তা নিয়েও তাদের মনে সন্দেহ রয়েছে।
  • Link to this news (আজকাল)