• গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ইজরায়েলি হামলা, নিহত ১১ ...
    আজকাল | ০৩ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্যালেস্টাইনের গাজার রাফাহ শহরে আশ্রয় শিবিরের তাঁবুতে বিশ্রামরত সাধারণ নাগরিকদের উপর হামলা চালিয়েছে ইজরায়েল। এ হামলায় অন্তত ১১ প্যালেস্টাইনি নিহত হয়েছেন। হামলায় আরও অর্ধশত মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।শনিবার গাজা উপত্যকায় অন্যত্র হামলায় ১৭ জন নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটল।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাফাহ শহরের তাল আস-সুলতানের আল-হেলাল আল-ইমিরাতি হাসপাতালের প্রবেশপথের পাশে তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুতদের উপর শনিবার ড্রোন হামলা চালানো হয়। হাসপাতালের প্যারামেডিক ইউনিটের প্রধান আবদেল ফাত্তাহ আবু মারহি এই হামলায় নিহত হয়েছেন। উত্তর গাজা থেকে হামলা শুরু করার পর ইজরায়েলি বাহিনী দক্ষিণে এগোতে থাকলে ঘরবাড়ি হারানো লাখ লাখ প্যালেস্টাইনি রাফাহ শহরে আশ্রয় নেন। অনেকে আশ্রয়কেন্দ্রে জায়গা না পেয়ে তাঁবু-নির্মিত অস্থায়ী এসব আশ্রয় শিবিরে থাকতে বাধ্য হচ্ছেন। ফলে রাফা মূলত তাঁবুর শহরে পরিণত হয়েছে। ৭ অক্টোবরের পর থেকে ইজরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ কিছুই রক্ষা পায়নি। এখন হামলার হামলার লক্ষ্য বস্তু বানানো হচ্ছে বাস্তুচ্যুতদের তাঁবু।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইজরায়েলি আক্রমণে এখন পর্যন্ত ৩০ হাজার ৩২০ জন প্যালেস্টাইনি নিহত হয়েছেন। ২৪ ঘণ্টায় গাজায় অন্তত ৯২ জন নিহত হয়েছেন।
  • Link to this news (আজকাল)