• বিজেপির প্রার্থী তালিকায় বাদ প্রজ্ঞা, পরবেশ, রমেশ
    আজকাল | ০৩ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শনিবারই বিজেপি ১৯৫ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। তবে সেখানে বাদ পড়েছে বেশ কয়েকজনের নাম। এই তালিকায় রয়েছেন প্রজ্ঞা ঠাকুর, পরবেশ সাহিব সিং বর্মা এবং রমেশ বিধুরি। তবে কেন এদের নাম বাদ পড়ল ? এই তিন নেতার বিরুদ্ধে বারবার ঘৃণাভাষণের বিষয়টি নজরে এসেছে বিজেপি নেতৃত্বের। সংসদের ভিতরে এবং বাইরে বারেবারে নানা ধরণের বিতর্কিত মন্তব্যে জড়িয়ে পড়েন এই তিনজন। সেই কারণেই এবার বিরোধীদের কোনও সুযোগ দিতে চায় না বিজেপি। ২০০৮ সালে মালেগাঁও বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত প্রজ্ঞা। ২০১৯ সালে তাঁকে প্রার্থী করার পর তৈরি হয় বিতর্ক। ২০২০ সালে শাহিন বাগে জাতীয় নাগরিক পঞ্জী নিয়ে বিক্ষোভ দেখিয়েছিল। সেবারে সংখ্যালঘুদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন পরবেশ। লোকসভায় আমরোহার সাংসদ দানিশ আলিকে আক্রমণ করেন রমেশ। এই সমস্ত ঘটনায় দল যে সন্তুষ্ট ছিলনা তা বিজেপির প্রথম দফার তালিকা থেকেই স্পষ্ট।
  • Link to this news (আজকাল)