• তৃণমূলের জন্য ‘দরজা খোলা’ রাখছে কংগ্রেস শিবির
    আজকাল | ০৩ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ৪২ টি আসনেই লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। তবে এখনই হাল ছাড়তে নারাজ কংগ্রেস শিবির। পাটনাতে বিরোধীদের মিছিলের আগে এই সুর শোনা গেল কংগ্রেস নেতা জয়রাম রমেশের গলায়। তিনি বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজের কথা বলেছেন। তবে তিনি এখনও ইন্ডিয়া জোটে রয়েছেন। তাঁরও প্রধান টার্গেট বিজেপিকে পরাস্ত করা। আমরা আলোচনার দরজা এখনও খোলা রাখছি। শেষকথা এখনও বলা বাকি আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার বিহার থেকে ঘুরে যাওয়ার পর সেখানে বিরোধীদের মিছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ভারত জোড়ো যাত্রায় সাময়িক বিরতি দিয়ে বিহারে চলে এসেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই মিছিলে অংশ নেবেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গেও। সোমবার থেকে ফের শুরু হবে রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা। সাংবাদিকরা এরপর ওয়েনাড আসনের প্রার্থী নিয়ে প্রশ্ন করেন জয়রাম রমেশকে। জবাবে তিনি বলেন, এই আসনে কে লড়বে তা ঠিক করবেন রাহুল গান্ধী। শনিবারই লোকসভা নির্বাচনে ১৯৫ জন প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বিজেপি। এবিষয়ে জয়রাম রমেশ বলেন, অন্য দল নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আমাদের ম্যানিফেস্টো তৈরি হয়ে গেলে বিভিন্ন রাজ্যে প্রার্থীর নাম ঘোষণা করা হবে। 
  • Link to this news (আজকাল)