• আজ জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, চলবে মঙ্গলবার পর্যন্ত ...
    আজকাল | ০৩ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ফের বাংলায় দুর্যোগের ঘনঘটা। মার্চের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়। সেই সঙ্গে বাড়বে তাপমাত্রার পারদ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার পশ্চিমের জেলাগুলিতে মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়াতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে একাধিক জেলায়। কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। সেই সঙ্গে বাড়বে তাপমাত্রা। মঙ্গলবার পর্যন্ত জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। অন্যদিকে রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে মাঝারি বৃষ্টি হতে পারে। মালদা, দুই দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস।
  • Link to this news (আজকাল)