• অচমকা অবসরের সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির
    আজকাল | ০৩ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আচমকা অবসরের সিদ্ধান্ত নিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। মঙ্গলবার পদত্যাগ করবেন বলে জানালেন তিনি। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন বলেও এদিন জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি বলেন, এরপর বৃহত্তর ক্ষেত্রে যেতে চলেছেন। রাজনৈতিক ক্ষেত্রেই তিনি যেতে চলেছেন বলে জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তিনি বলেন, যদি আমি কোনও রাজনৈতিক দলে যোগ দিই, তারা যদি আমাকে টিকিট দেয়, বিবেচনা করে দেখব। রাজ্যের শাসকদলের সমালোচনা করে বিচারপতি জানান, রাজ্য দুর্নীতিতে ছেয়ে গিয়েছে। আদালতের পরিসর থেকে তিনি সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারছেন না। তিনি আরও বলেন, রাজ্যের দুরবস্থা চলছে। অপমানজনক অধ্যায় চলছে। বাঙালি হিসাবে আমার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব নয়। যারা শাসক হিসাবে দেখা দিয়েছে তারা রাজ্যের উপকার করতে পারবে না। যদি না কড়া প্রহরা না থাকে।  প্রসঙ্গত, চলতি বছরেই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির অবসর গ্রহণের কথা ছিল। তবে রবিবার তিনি জানিয়ে দেন, সময়ের আগেই তিনি পদ ছাড়ছেন। এরপর তিনি বৃহত্তর ক্ষেত্রে পা রাখতে চলেছেন। তাই সময়ের আগে এই ইস্তফা। 
  • Link to this news (আজকাল)