• ব্যাকটেরিয়ার ওষুধ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে
    আজকাল | ০৩ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: চিকিৎসকদের নতুন মাথাব্যথা হিসাবে দেখা দিয়েছে রোগের নয়া লক্ষণ। অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্স হল সেই অবস্থা যেখানে বিভিন্ন ব্যাকটেরিয়ার মধ্যে ওষুধকে প্রতিহত করার ক্ষমতা তৈরি হয়। এর ফলে সঠিক ওষুধ প্রয়োগ করেও অনেক সময় দেখা যায় রোগী অসুস্থই থেকে যাচ্ছে। ইন্ডিয়ান স্যোসাইটি অফ ক্রিটিকাল কেয়ার মেডিসিনের পক্ষ থেকে কলকাতায় এনিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে কীভাবে ব্যাকটেরিয়ার ক্ষমতা বৃদ্ধি হয় তা নিয়ে আলোচনা করেন ক্রিটিকেয়ার কমিটির সহকারি চেয়ারপার্সন ডাঃ এস কে টোডি, দিল্লির গঙ্গারাম হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডাঃ প্রকাশ শাস্ত্রী, চেন্নাই গ্লেনিয়েঞ্জেস হাসপাতালের কর্ণধার ডাঃ সুব্রমনিয়ন স্বামীনাথন, মুম্বইয়ের এসএল রাহেজা হাসপাতালের ডাঃ সঞ্জীত শশীধরণ, রোহতকের চিকিৎসক ডাঃ ধ্রুব চৌধুরী এবং কলকাতার পিয়ারলেস হাসপাতালের ডাঃ অজয় সরকার। সকলেই রোগের এই নতুন ক্ষমতাবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
  • Link to this news (আজকাল)