বুনো হাতির সামনে পড়ে গিয়েছিলেন, পিঠে দাঁত ঢুকিয়ে দিল দাঁতাল!
২৪ ঘন্টা | ০৩ মার্চ ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর! একেবারে পিঠে দাঁত ঢুকিয়ে দিল হাতি! ঘটনাটি ঘটল আজ রবিবার মালবাজার ব্লকের তেশিমলা গ্রাম পঞ্চায়েত এলাকায়। আহতের চিকিৎসা চলছে। এলাকায় নজরদারি চলছে। সতর্ক আছে বন দফতর।
রবিবার সকাল থেকেই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল এক বুনো হাতি। জানা যায়, এদিন সকালে মালবাজার ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত কুমলাই চা-বাগানের দশ নম্বর সেকশনে বুনো দাঁতালটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর হাতিটি গুড হোপ চা-বাগান হয়ে, রাজা চা-বাগানের ভেতর দিয়ে তেশিমলা গ্রাম পঞ্চায়েতের ফাটকান জোত এলাকায় এসে পৌঁছয়। এই পশ্চিম তেশিমলার বাসিন্দা মংরু ওঁরাও (৬১) হঠাৎই দাঁতাল হাতিটির সামনে পড়ে যান। হাতিটি তাঁর পিঠে সটান তার দাঁত ঢুকিয়ে দেয়!এদিকে, এলাকায় বুনো হাতির বেরনোর খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসেন মালবাজার বন্যপ্রাণ শাখার কর্মীরা। সকাল থেকেই বুনো হাতিটির উপর নজর রাখতে শুরু করেন বন দফতরের কর্মীরা। মংরুকে আক্রমণ করার পরে দাঁতালটি নদী পেরিয়ে বিধাননগর গ্রাম পঞ্চায়েত এলাকার দিকে চলে যায়। বন দফতরের কর্মীরা জানিয়েছেন, পরে বাতাবাড়ি চা-বাগান দিয়ে বুনো হাতিটিকে খরিয়ার বান্দার জঙ্গলে পাঠিয়ে দেওয়া হয়েছে।বন দফতরের কর্মীরাই আহত মংরু ওঁরাওকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মালবাজার বন দফতরসূত্রে জানা গিয়েছে, দাঁতাল হাতিটির উপরে নজর রাখা হয়েছে। আহত ওই ব্যক্তিকে প্রয়োজনীয় চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে।স্থানীয় পঞ্চায়েত সদস্য শালমি ওঁরাও জানিয়েছেন, এদিন সকালে দাঁতাল হাতিটি এলাকায় চলে এলে এর সামনে পড়ে যান মংরু। দাঁতালটি তাঁর পিঠে দাঁত ঢুকিয়ে দেয়। তাঁর চিকিৎসা চলছে।