• Ration Scam: রেশন দুর্নীতি মামলা দ্বিতীয় চার্জশিটের প্রস্তুতি ইডি-র
    এই সময় | ০৩ মার্চ ২০২৪
  • এই সময়: খুব শীঘ্রই রেশন দুর্নীতি মামলায় দ্বিতীয় চার্জশিট জমা দিতে চলেছে ইডি। সূত্রের খবর, আগামী তিন-চার দিনের মধ্যে ওই চার্জশিট পেশ করা হতে পারে ব্যাঙ্কশাল কোর্টের ইডি বিশেষ আদালতে।রেশন দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পরে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য এবং ব্যবসায়ী বিশ্বজিৎ দাসকেও গ্রেপ্তার করে কেন্দ্রীয় সংস্থা। এই দু’জনের মাধ্যমে বাংলাদেশ এবং দুবাইয়ে কোটি কোটি টাকার বেআইনি লেনদেন হয়েছে বলে অভিযোগ। ইডি সূত্রে খবর, শঙ্কর আঢ্যের নিজের ফরেক্স কোম্পানি (বৈদেশিক মুদ্রাবিনিময় সংস্থা) ছাড়াও তাঁর নিয়ন্ত্রণে থাকা আরও ৯০টি ফরেক্স কোম্পানির বিষয়ে ওই চার্জশিটে উল্লেখ থাকতে পারে।

    তা ছাড়া শঙ্কর এবং জ্যোতিপ্রিয় সঙ্গে বিশ্বজিতের যে আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে, সেই তথ্যও দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিকের সূত্রে কী ভাবে শেখ শাহজাহান এই দুর্নীতি জড়িয়ে পড়েছিলেন, তা-ও উল্লেখ করা হবে। দ্বিতীয় চার্জশিটে থাকবে বেশ কয়েকজন সাক্ষীর নামও। এর আগে প্রথম চার্জশিটে জ্যোতিপ্রিয় এবং ব্যবসায়ী বাকিবুর রহমানের বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছিল ইডি।

    রেশন দুর্নীতি মামলায় তদন্তকারীরা দাবি করেছিলেন, শঙ্কর আঢ্যের ফরেক্স সংস্থার মাধ্যমে জ্যোতিপ্রিয় এবং বিভিন্নজনের টাকা বিদেশি মুদ্রায় কনভার্টের পরে তা চলে গিয়েছে বিদেশে। এভাবে প্রায় ২০ হাজার কোটি বাইরে গিয়েছে বলে অনুমান গোয়েন্দাদের।
  • Link to this news (এই সময়)