• Dilip Ghosh News: মোদীর সভায় অনুপস্থিত, দলের সঙ্গে সম্পর্কে শীতলতা? জবাব দিলীপের
    এই সময় | ০৩ মার্চ ২০২৪
  • নরেন্দ্র মোদী রাজ্যে এলেন, দুই দিন দুটি জনসভা করলেন। 'টার্গেট' বেঁধে দিলেন বঙ্গ বিজেপিকে। তাঁর সভায় শুরু থেকে শেষ পর্যন্ত দেখা গেল রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। শেষ মুহূর্তে তিনি ৩৫ থেকে লোকসভায় আসনসংখ্যার নিরিখে টার্গেট বাড়িয়ে করে দিলেন ৪২।এত কিছু হয়ে গেল। কিন্তু, মোদীর সভায় দেখা মিলল না প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের। ২০১৯ সালের লোকসভা নির্বাচন বঙ্গ গেরুয়া শিবিরের জন্য ফুলে ফেঁপে ওঠার একটি মুহূর্ত ছিল। ১৮টি আসনে জয়লাভ, সেই সময় বঙ্গ বিজেপির ডোর দিলীপ ঘোষের হাতে। রাজনীতিক কারবারির একাংশের কথায়, বঙ্গ বিজেপির ভোট সংখ্যার নিরিখে ফুলে ফেঁপে ওঠা অনেকটাই দিলীপ ঘোষের জমানাতে।

    সেক্ষেত্রে ২০২৪ সালের লোকসভা নির্বাচন যখন দোরগোড়ায় এবং বঙ্গে মোদী আসছেন, সেই সময় কেন দিলীপ ঘোষকে সেই সভায় দেখা যাচ্ছে না? এবার এই নিয়ে মুখ খুললেন সাংসদ স্বয়ং। আপাতত কোনও দলীয় পদেও নেই তিনি। তার কারণের ‘হালকা ব্যাখ্যা’-ও শোনা গেল দিলীপ ঘোষের কণ্ঠে।

    যাতে নিজের এলাকাতে কাজ করতে পারি সেই জন্য কমিটি থেকেও বাদ দেওয়া হয়েছেদিলীপ ঘোষ

    কেন মোদীর সভায় অনুপস্থিতি?

    এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘এর আগেও গত বিধানসভা এবং লোকসভা নির্বাচনে অনেক নেতারা এসেছেন। তখন দলের সভাপতি ছিলাম। সব জায়গায় যাইনি। পার্টির একটা সিস্টেম রয়েছে। এখন আমি সাংসদ। আমি যাতে নিজের এলাকাতে কাজ করতে পারি সেই জন্য কমিটি থেকেও বাদ দেওয়া হয়েছে।’

    এখানেই শেষ নয়, দিলীপ ঘোষ আরও বলেন, ‘সেন্ট্রাল কমিটিতে অনেকেই ছিলেন যাঁরা লোকসভা নির্বাচনে লড়বেন। তাঁদের অনেককে বলা হয়েছে নিজের এলাকায় গিয়ে কাজ শুরু করুন। আমরা সেটাই করছি। যে যে জোনে থাকেন সেখানকার নেতাদের তালিকা তৈরি করা হয়। সবাইকে সুযোগ দেওয়া হয় । দলের রাজ্য সভাপতি এবং লোকসভার বিরোধী দলনেতা প্রোটোকলের জন্য সব জায়গায় কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে থাকেন।’

    অর্থাৎ মেদিনীপুর কেন্দ্রের উপর আপাতত মননিবেশ করছেন দিলীপ ঘোষ, তা তাঁর কথা বার্তাতে কার্যত স্পষ্ট। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, মেদিনীপুর থেকেই কি তবে ভোটে লড়তে চলেছেন দিলীপ ঘোষ? নাকি তাঁকে অন্য কোনও কেন্দ্রের জন্য ভাবা হচ্ছে? উল্লেখ্য, ইতিমধ্যেই বঙ্গের ২০টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে।
  • Link to this news (এই সময়)