• দুর্ঘটনার কবলে বিজেপি-র রাজ্য সভাপতির কনভয়ে থাকা গাড়ি, তদন্তের দাবি
    এই সময় | ০৩ মার্চ ২০২৪
  • শনিবারই ফের একবার তাঁকে টিকিট দিয়েছে বিজেপি। আর তার পরের দিনই দুর্ঘটনার কবলে রাজ্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কনভয়। রবিবার বিকেলে একটি ফুটবল টুর্নামেন্ট থেকে ফেরার পথে নদিয়ার শান্তিপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে বিজেপির রাজ্য সভাপতির কনভয়ের একটি গাড়ি। তবে বালুরঘাটের সাংসদ অবশ্য সুস্থ রয়েছেন বলেই খবর।জানা গিয়েছে, রবিবার নদিয়ার ধুবুলিয়ায় একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। সেখানে আমন্ত্রিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। বিকেলে সেখান থেকেই ফিরছিলেন বিজেপির রাজ্য বিজেপি সভাপতি। ফেরার পথে শান্তিপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর ঘটে যায় দুর্ঘটনা। ক্ষতিগ্রস্ত হয় সাংসদ সুকান্ত মজুমদারের কনভয়ের একটি গাড়ি। স্বাভাবিকভাবেই সেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বেশ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় যান এলাকার চলাচল। পরবর্তীতে অবশ্য স্বাভাবিক হয় পরিস্থিতি।

    এই প্রসঙ্গে এক প্রত্যক্ষদর্শী বলেন, 'হঠাৎ দেখলাম একটা বিকট আওয়াজ, একটা বাস চলে গেল, বাসটাকে সাইড দিতে গিয়ে গাড়িটা ওখানে দাঁড়িয়ে পড়ল। সুকান্ত মজুমদারের গাড়ি দাঁড়িয়ে পড়ল, পিছনে একটা গাড়ি গিয়ে ওঁর গাড়িতে মারল। ওঁর নিরাপত্তারক্ষী ও চালকের কিছুটা লেগেছে।' যদিও ঘটনার একটু পর কিছুটা ধাতস্ত হয়ে নিজের গন্তব্যের উদ্দেশে রওনা দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মদুমদার।

    তবে বিজেপির রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সুস্থ রয়েছেন বলেই জানা যাচ্ছে। তাঁর কোনওরকম আঘাত লাগেনি বলেই জানা যাচ্ছে। সূত্রের খবর, দুর্ঘটনার একটু পরেই গন্তব্যের উদ্দেশে রওনা দেন সুকান্ত মজুমদার। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, 'পুলিশ ছিল না, রাস্তার মাঝে একটা ব্যারিকেড তৈরি করা ছিল। আমাদের প্রায় ৩ -৪ জন আহত, আমি বেঁচে গিয়েছি, ভাগ্য ভাল আমার। তদন্ত হওয়া উচিত, বাবার এই ধরনের ঘটনা ঘটছে কেন আমার সঙ্গে?'

    প্রসঙ্গত, দিন কয়েক আগে সরস্বতী পুজোর দিন সন্দেশখালি যাওয়ার উদ্দেশ্য নিয়ে টাকি থেকে বের হন তিনি। তবে পথে তাঁকে বাধা দেয় পুলিশ। সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মাঝে পুলিশের গাড়ির বোনেটের উপরে উঠে পড়েন তিনি। তারপর সেখান থেকে হঠাৎই পড়ে যান সুকান্ত। পড়ে যাওয়ার পর সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
  • Link to this news (এই সময়)