কোচবিহারে তুরুপের তাস নিশীথই! আত্মবিশ্বাসী বিজেপি, ফাইট দিতে তৈরি তৃণমূলও
এই সময় | ০৩ মার্চ ২০২৪
গত নির্বাচনে জয়ের ব্যবধান প্রায় দেড় লাখ। লোকসভার মহারণে বিজেপির নিশ্চিত জয়ের তালিকায় রয়েছে কোচবিহার, এমনটাই দাবি গেরুয়া শিবিরের। কোনও চমক না দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককেই কোচবিহার কেন্দ্রে ভোট যুদ্ধের লড়াইয়ে বেছে নিয়েছে বিজেপি। পালটা, কেন্দ্রীয় মন্ত্রী এলাকায় ছিলেন কোথায়? প্রশ্ন তুলছে তৃণমূল।বামেদের শক্ত ঘাঁটিকে ধূলিসাৎ করে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের পর থেকেই এই কেন্দ্রে শক্তি বাড়িয়েছে তৃণমূল। গত লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন নিশীথ প্রামাণিক। উত্তরবঙ্গের আসনগুলিতে গেরুয়া ঝড়ের আবহে কোচবিহার আসনটিকেও দখলে নেয় বিজেপি।
মাঝে তোর্ষা, মানসাই দিয়ে বহু জল গড়িয়েছে। যদিও, গত বিধানসভা নির্বাচনে সিতাই ও মেখলিগঞ্জ বাদ দিয়ে কোচবিহার জেলার বাকি সাতটি আসনই নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে বিজেপি। সেই পরিসংখ্যানের খাতায় নজর দিয়েই বিজেপির দাবি, এই আসন তাঁদের কাছে সহজ জয়ের। বিজেপির কোচবিহার জেলা সভাপতি বিধায়ক সুকুমার রায় বলেন, ‘নিশীথ প্রামাণিক গত ৫ বছরে এলাকার উন্নয়নের অনেক কাজ করেছেন। প্রার্থী হিসাবে তাঁকে আমরা চাইছিলাম। এদিন কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে প্রার্থী ঘোষণা করায় আমরা খুশি। এই আসন হয় আমাদের কাছে সময়ের অপেক্ষা।’
যদিও, তৃণমূল কংগ্রেসের তরফে তুলে ধরা হচ্ছে গতবারের বিধানসভা উপ নির্বাচনের ফলাফল। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে উদয়নের গুহের বিরুদ্ধে মাত্র ৫৭ ভোটে জিতেছিলেন নিশীথ। পরে তিনি পদত্যাগ করার জন্য উপ নির্বাচন সংগঠিত হয়। সেই আসনটি উদয়ন গুহ ছিনিয়ে আনেন ১ লাখ ৬৪ হাজার ৮৯ ভোটের ব্যবধানে। এমনকি, নিজের বুথেও হেরেছিলেন নিশীথ। পালটা বিজেপির বক্তব্য, গত পঞ্চায়েত নির্বাচনে ভেটাগুড়ি - ১ ও ভেটাগুড়ি - ২ গ্রাম পঞ্চায়েত এসেছে বিজেপির দখলে। অনেকটাই পিছিয়ে ছিল শাসক দল। যদিও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘গুন্ডামী, মাস্তানি ছাড়া ও( নিশীথ প্রামাণিক) গত ৫ বছরে কোনও কাজ করেনি। ভোটে জেতার পর ওঁর দেখা পাওয়া যায়নি। কাজেই নির্বাচনে কোচবিহার জেলার মানুষ নিশীথ প্রামাণিককে হারাবে।’
কোচবিহারের রাজনীতিতে অনেকটাই মুখ্য ভূমিকা পালন করে রাজবংশীদের মতামত। রাজবংশী মন জিততে BJP রাজ্যসভার সাংসদ করে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন সুপ্রিমো অনন্ত মহারাজ ওরফে নগেন্দ্রনাথ রায়কে। সেক্ষেত্রে রাজবংশীদের মন জিতে ফের কি এই আসন থেকে পদ্ম ফোটাবেন নিশীথ, জল্পনা রয়েই গেল।