‘ফোন ছাড়া পাগল হয়ে যাব’, সোশ্যাল মিডিয়ার গুরুত্ব কতটা? বিশেষ বার্তা মমতার
এই সময় | ০৪ মার্চ ২০২৪
রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি। সারাটা দিন ব্যস্ততার মধ্যে কাটে তাঁর। নবান্ন থেকে জেলার প্রশাসনিক দফতর বা রাজনৈতিক সভা-সমিতি; ২৪ ঘণ্টার রুটিনে সব সময়ই ব্যস্ততার মধ্যে থাকতে হয় তাঁকে। তবে, কাজের মাঝেই তাঁর সর্বক্ষণের সঙ্গী ফোন। অকপট স্বীকার করলেন তিনি। জনপ্রিয় টিভি চ্যানেলের অনুষ্ঠান দিদি নম্বর ওয়ানে এসে সেটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।দিদি নম্বর ওয়ান অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ফোন ছাড়া আমি পাগল হয়ে যাব।’ তিনি জানান, ফোন ছাড়া তিনি এক মুহুর্ত চলতে পারবেন না। আড্ডার ছলে তিনি জানান, সকাল থেকেই তাঁর ফোন একাধিক এসএমএস, হোয়াটসঅ্যাপ আসতে থাকে। সবদিকেই নজর রাখতে হয় তাঁকে। প্রশাসনিক কাজকর্মের একাধিক বার্তা বা তথ্য আসে ফোনেই। সকাল থেকে রাত পর্যন্ত সেদিকে নজর রাখতে হয় তাঁকে।
অনুষ্ঠানের সঞ্চালিকা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, ‘আপনি ফোন ছাড়া একদিন কাটাতে পারবেন?’ মুখ্যমন্ত্রীর সটান উত্তর দেন, কোনওভাবেই তিনি ফোন ছাড়া চলতে পারবেন না। এখনকার যুগে মানুষের ফোন ছাড়া এক মুহুর্ত কাটানো সম্ভব নয়, অকপটে স্বীকার করেন তিনি।
তবে, সোশ্যাল মিডিয়া নিয়েও বিশেষ বার্তা দেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে অযাচিত কুরুচিপূর্ণ খবর বা বার্তা ছড়ানো হচ্ছে। তাঁর তীব্র প্রতিবাদ জানান তিনি। উদাহরণ হিসেবে তুলে ধরেন, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথা। তাঁর লর্ডসে গেঞ্জি ওড়ানোর ভিডিয়ো সামাজিক মাধ্যমে বহুল প্রচারিত। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই ধরনের ছবিতে আমার কোনও আপত্তি নেই। কারণ, এটা একটা আবেগের বিষয়। আমাদের কাছে গর্বের।’ এরপরেই তাঁর কথায়, উঠে আসে সোশ্যাল মিডিয়ার ক্ষতিকর দিকের কথা।
উল্লেখ্য, ফোনের মাধ্যমে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য বেশ কিছু নতুন কর্মসূচি শুরু করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে অনেকদিন আগেই শুরু হয়েছিল ‘দিদিকে বলো’ কর্মসূচি। পরবর্তীকালে, ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ নামে একটি নতুন কর্মসূচি শুরু করা হয়। যেখানে, ৯১৩৭০৯১৩৭০ নম্বরে সকাল ১০ টা থেকে সন্ধে ৬ টা অবধি পরিষেবা দেওয়া হয় থাকে রাজ্যের মানুষকে। যে কোনও অভাব, অভিযোগ জানাতে এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন সাধারণ মানুষ।