Mamata Banerjee : ‘বয়স জিজ্ঞাসা করলে খারাপ লাগে!’ নিজের এনার্জির সিক্রেট ফাঁস মমতার
এই সময় | ০৪ মার্চ ২০২৪
‘বয়স’ কোনও ফ্যাক্টর নয়, যতদিন মানুষ সুস্থ থাকবে, কাজ করে যেতে হবে। রাজনীতির জীবনে বয়স কোনও বাধা হতে পারে না, একটি নামী টিভি চ্যানেলের অনুষ্ঠানে এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বয়স কোনও ভাবেই কাজে বাধা হতে পারে না বলে পরিষ্কার জানালেন তিনি।দিদি নম্বর ওয়ান নামে একটি জনপ্রিয় টিভি শোতে অংশ গ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি বলেন, ‘আমার এটা শুনতে খারাপ লাগে, অনেকেই জিজ্ঞেস করে আমার বয়স কত? কতদিন আপনি কাজ করবেন? মানুষ যতদিন সুস্থ থাকবেন, ভালো মনে থাকবেন, মনটা ভালো রাখলে ব্রেনটা ভালো থাকবে।’
তবে তাঁর এনার্জির সিক্রেট কী? অনুষ্ঠানের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করলে মমতা বলেন, ‘আমার এনার্জির কোনও রহস্য নেই। আমি মা, মাটি, মানুষের থেকেই পুরো এনার্জি পাই। মানুষকে দেখেই আমি এনার্জি আসে। আমার প্রেরণা হচ্ছে, সবাইকে নিয়ে সমগ্র পরিবারকে নিয়ে চলা।’ তাঁর কাজের প্রেরণার জন্য শিশুদের কথা তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি শিশুদের খুব ভালোবাসি। বাচ্চাদের হাসিমুখ দেখতে খুবই ভালবাসি। যদি মনে কর, জীবনে ডিপ্রেসন আসছে, তাহলে শিশুদের নিয়ে গল্প কর। আড্ডা মারো।’ নিজের জন্মদিন নিয়েও এদিন মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তাঁর জন্মদিন আনুষ্ঠানিক ভাবে ৫ জানুয়ারি পালন করা হয়। তবে ওই দিনই তাঁর আসল জন্মদিন বলেই এদিন জানান। মুখ্যমন্ত্রী বলেন, ‘ আমি অষ্টমীর সন্ধীক্ষণে জন্মেছি। যেদিন জন্মেছি সেদিন চোখ খুলিনি। পরের দিন সূর্য উঠলে চোখ খুলি। আমার জন্মদিনের দিন খুব বৃষ্টি হয়েছিল।’
তবে নিজের এনার্জি বজায় রাখার জন্য তিনি কি ডায়েট পালন করেন? মুখ্যমন্ত্রী জানান, এটা প্রতিটি মানুষের উপর নির্ভর করে। যে মানুষ, যতটা ভালো মনে করবেন, ততো খাবেন। মুখ্যমন্ত্রী জানান, শরীরে বিভিন্ন জায়গায় চোট থাকার জন্য তাঁর একাধিকবার অস্ত্রোপচার হয়েছে। সেই কারণে, তাঁর প্রতিদিনের রুটিনে থাকে যোগ ব্যায়াম। যোগ ব্যায়াম করাটা তাঁর রোজকার কাজের মধ্যে পড়ে, সেটাই তাঁকে অনেকটা সুস্থ রাখে বলেও জানান মুখ্যমন্ত্রী।