Harsh Vardhan: 'কৃষ্ণনগরে ENT ক্লিনিকে ফেরার অপেক্ষায়', রাজনীতি ছেড়ে ঘোষণা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধনের
এই সময় | ০৪ মার্চ ২০২৪
এখনও লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়নি। তবে বিজেপি তাদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ দিয়েছে ইতিমধ্যেই। প্রার্থী তালিকা ঘোষণার আগেই রাজানীতি থেকে নিজেদের দূরে সরিয়ে নেওয়ার ঘোষণা করেছেন একাধিক বিজেপি নেতা। সক্রিয় রাজনীতি থেকে নিজেদের দূরে রাখবেন বলে আগেই জানিয়ে দেন গৌতম গম্ভীর ও জয়ন্ত সিনহা। তালিকা প্রকাশের পর সকলকে চমকে দিয়ে রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা করেছেন গৌতম গম্ভীর ও জয়ন্ত সিনহা। তালিকা প্রকাশের আগেই সক্রিয় রাজনীতি নিজেদের দূরে সরিয়ে নেওয়ার ঘোষণা করেছেন তাঁরা। এবার রাজনীতি ছাড়ার ঘোষণা করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ হর্ষবর্ধনও। এক্স হ্যান্ডেলে একটি লম্বা পোস্ট লিখে তিনি রাজনীতি থেকে নিজেকে দূরে রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।প্রশ্ন উঠছে তবে কি এবার লোকসভা নির্বাচনের টিকিট না পেয়েই রাজনীতি ছাড়ার ঘোষণা? কারণ হর্ষবর্ধন বর্তমানে দিল্লির চাঁদনি চক লোকসভা আসনের সাংসদ। তাঁকে এবার টিকিট দেয়নি বিজেপি। পরিবর্তে চাঁদনি চক থেকে গেরুয়া শিবির টিকিট দিয়েছে প্রবীণ খান্ডেলওয়ালকে। স্বাস্থ্যমন্ত্রী ছিলেন ডঃ হর্ষবর্ধন। রাজনীতির বাইরে তাঁর আরও একটি পরিচয় হয়েছে, তা হল চিকিৎসক। এক্স পোস্টে হর্ষবর্ধন লিখেছেন, 'এবার আমি আমার শিকড়ে ফিরে যাওয়ার অনুমতি চাই।'
এক্স হ্য়ান্ডেলে লিখেছেন, 'ত্রিশ বছরের বেশি রাজনৈতিক ক্যারিয়ারে আমি পাঁচটি বিধানসভা ভোট ও দুইটি সংসদীয় নির্বাচন জিতেছি। কাজ করেছিল বিজেপির বহু সাংগঠনিক পদে। পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছি। তবে শেষ পর্যন্ত আমি ডাক্তারি পেশাতেই ফিরে যাচ্ছি।' পাশাপাশি নিজের কাজের ফিরিস্তিও দিয়েছেন প্রাক্তন মন্ত্রী। লিখেছেন, 'আমি দিল্লির স্বাস্থ্য মন্ত্রী হিসেবে কাজ করেছি। দু'বার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীও হয়েছিল। গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন পোলিও মুক্ত ভারত তৈরির ক্ষেত্রে। করোনার সময় যাতে দেশের কোটি কোটি মানুষকে সুস্থ করে তোলা যায়, সুরক্ষিত রাখা যায় সেই চেষ্টাও করে গিয়েছি।'
প্রায় চার দশক ধরে রাজনীতি করছে আরএসএস কর্মী হর্ষবর্ধন। পাঁচবার বিধায়ক হয়েছেন তিনি। দু'বার সাংসদ হয়েছেন। ২০১৯ সালে দিল্লির চাঁদনি চক আসন থেকে তিনি সাংসদ হন। স্বাস্থমন্ত্রী হয়েছিলেন তিনি। এবার চাঁদনি চক থেকে বিজেপি প্রার্থী করেছেন প্রবীণ খাণ্ডেলওয়ালকে। টিকিট না পেয়ে হর্ষবর্ধন এক প্রকার রাজনীতির থেকে অবসর ঘোষণা করেছেন। জানিয়ে দিয়েছেন চিকিৎসাতেই তিনি আপাতত মনোনিবেশ করতে চান। লিখেছেন, 'আর ধৈর্য্য ধরতে পারছি না। কথা রাখতে হবে আমায়। কৃষ্ণনগরে যে ENT ক্লিনিক রয়েছে সেখানে ফেরার অপেক্ষায় রয়েছি।