• Supreme Court: ঘুষ নিলে আর রেয়াত নয়! সাংসদ-বিধায়কদের হাতকড়া পরাতে এবার নতুন পথে সুপ্রিম কোর্ট?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৪ মার্চ ২০২৪
  • Bribes for votes:

    সংসদ বা বিধানসভায় ঘুষ নিয়ে ভোট দিলে, তা কি ফৌজদারি মামলার আওতায় আসবে? সেনিয়ে সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। সংবিধানের ১৯৪ (২) ধারা অনুযায়ী, ‘বিধানসভা বা বিধানসভার কোনও কমিটিতে ভোটদান এবং কোনও বক্তব্য রাখার জন্য কোনও বিধায়ক আদালতের আওতায় পড়বেন না। পাশাপাশি, বিধানসভায় কোনও কিছু প্রকাশ করা, ছাপানো, অথবা বিধানসভার দ্বারা ছাপানো কোনও কিছুর জন্য কিংবা কোনও রিপোর্ট, কোনও কাগজ, কোনও ভোট, কার্যকলাপের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি আদালতের আওতায় পড়বেন না।’
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)