• রাহুল গান্ধী
    আজকাল | ০৪ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ভারতে বেকারত্বের হার পাকিস্তানের চেয়ে দ্বিগুণ। এর কারণ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই দায়ী করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর মতে, ছোট ব্যবসাগুলিকে তুলে দেওয়ায় দেশে বেকারত্ব কমেছে। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ভারত জোড়ো ন্যায় যাত্রায় জনসভা চলাকালীন এই মন্তব্য করেছেন রাহুল। জানিয়েছেন, ভারতে বর্তমানে বেকারত্বের পরিমাণ ২৩ শতাংশ, পাকিস্তানে সেটা ১২ শতাংশ। এমনকি বাংলাদেশ এবং ভুটানের থেকেও ভারতে বেকারত্বের পরিমাণ বেশি। গত ৪০ বছরে সবথেকে বেকারত্ব বেড়েছে মোদির শাসনকালে এই মন্তব্যও করেছেন রাহুল। জানিয়েছেন নোটবন্দি, জিএসটির একাধিক নিয়ম প্রয়োগ করায় বন্ধ হয়ে গিয়েছে চোট ব্যবসাগুলি। যে কারণে দেশে ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়েছে বেকারত্ব।
  • Link to this news (আজকাল)