• ক্যান্সার সচেতনতার বার্তায় হিউম্যানিটি লেডিস অন হুইলার ৱ্যালি...
    আজকাল | ০৪ মার্চ ২০২৪
  • প্রীতি সাহা: "আমি নারী আমি সব পারি।" এই মন্ত্র উচ্চারণ করে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে সমাজের প্রত্যেকটি নারী। তবে তাদের রাস্তার কাঁটা হয়ে দাঁড়ায় ব্রেস্ট ক্যান্সার। এবার এই ক্যান্সার প্রতিরোধের বার্তা নিয়ে নতুন উদ্যোগ নিল হিউম্যানিটি লেডিস অন হুইলার ৱ্যালি। পরনে গোলাপি জার্সি, মাথায় হেলমেট এবং বাহন বাইক অথবা স্কুটি। মহিলাদের মধ্যে ক্যান্সার থেকে সচেতনতা বৃদ্ধি করতে সল্টলেকের এফডি ব্লক থেকে রবিবার সকালে টহল দিতে বেরোয় এই বাইক বাহিনী। ব়্যালির ফ্ল্যাগ অফ করেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু । সল্টলেক এফডি ব্লক থেকে মহিষবাথান হয়ে ৱ্যালি শেষ হয় নবনির্মিত নিউটউন ব্রিজের সামনে। সেখানে তাদের সঙ্গে যোগ দেয় বনবিবি সিনেমার শিল্পীরা। উপস্থিত ছিলেন পরিচালক রাজদীপ ঘোষ, অভিনেত্রী পার্নো মিত্র, আর্য দাশগুপ্ত, দীপন্বিতা, গায়ক সানাই সহ অন্যান্য শিল্পীরা। এই অনুষ্ঠানের স্পনসর ছিল ট্রেলব্লেজিং, মিডিয়া স্পনসর ছিল আজকাল পত্রিকা, মিলেনিয়াম পোস্ট, আজকাল.ইন এবং ডাকবাংলা.কম।
  • Link to this news (আজকাল)