• Rainfall Forecast : বীরভূম সহ ৬ জেলায় তুমুল বৃষ্টি, ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া!
    এই সময় | ০৪ মার্চ ২০২৪
  • ফের রাজ্যে ঝড়-বৃষ্টিপাতের সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের উপরের দিকের পার্বত্য এলাকায় শিলাবৃষ্টি হতে পারে। রাজ্যের বেশ কিছু জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে। কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়া বইতে পারে। গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার।কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

    সোমবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলাতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে।

    কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

    কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার বৃষ্টিপাত হতে পারে বেশিরভাগ শহরেই। তবে মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। তাপমাত্রা ধীরে ধীরে এবার বাড়বে। সপ্তাহের মাঝামাঝি সময়ে গিয়ে গরম পড়তে পারে কলকাতাতে।

    রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪৩ শতাংশ। বুধবার থেকে কলকাতার আবহাওয়াও আমূল বদলাতে পারে। গরম বাড়ার সম্ভাবনা রয়েছে।

    আজ কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

    উত্তরবঙ্গে হতে পারে হালকা তুষারপাত। দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকাতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। দার্জিলিং এবং কালিম্পঙের উঁচু পার্বত্য এলাকায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।

    বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পঙে। সিকিমে তুষারপাতের প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের বাকি জেলাতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বইতে পারে ঝোড়ো হাওয়া।

    মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকায় চলতে পারে বৃষ্টিপাত। উত্তরবঙ্গের ফের বৃষ্টি বাড়তে পারে বুধ ও বৃহস্পতিবার। এই বছর বাড়বে গরম, এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। মার্চ মাসে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এপ্রিল ও মে মাসে দাবদাহে পুড়তে পারে একাধিক রাজ্য। সিকিম এবং অরুণাচলপ্রদেশে হতে পারে তুষারপাতও।
  • Link to this news (এই সময়)