• Vote For Note : নোটের বদলে ভোট মামলায় অভিযুক্ত সাংসদ-বিধায়কদের রক্ষাকবচ নয়, রায় সুপ্রিম কোর্টের
    এই সময় | ০৪ মার্চ ২০২৪
  • সংসদ বা বিধানসভায় নির্বাচনে ঘুষ নিয়ে ভোট দিলে তা ফৌজদারি মামলার আওতায় আসবে। সোমবার এক মামলায় উল্লেখযোগ্য রায় দিল সুপ্রিম কোর্ট। এর আগে ঘুষ সংক্রান্ত মামলায় সাংসদ বা বিধায়কদের বিরুদ্ধে মামলা করা যাবে না বলে জানিয়েছিল শীর্ষ আদলত। পুরনো সেই রায়কে বাতিল করে দিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ।

    প্রকৃত ঘটনাটি কী?ঘটনার সূত্রপাত ১৯৯৮ সালে। পিভি নরসিংহ রাও বনাম রাষ্ট্রের একটি মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল সাংসদ ও বিধায়করা বক্তৃতা এবং ভোটের সঙ্গে সম্পর্কিত ব্যাপারে ঘুষের জন্য ফৌজদারি মামলার আওতায় পড়বেন না। ২০১২ সালে রাজ্যসভা নির্বাচনের সময় ঝাড়খণ্ড মুক্তি বিধায়ক সীতা সোরেনের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। এরপর ঘটনার তদন্তে নামে সিবিআই। ২০১৪ সালে মামলাটির শুনানি হয়েছিল ঝাড়খণ্ড হাইকোর্টে। কিন্তু সেই সময় মামলাটি খারিজ করতে রাজি হয়নি উচ্চ আদালত। পরে তা গড়ায় সুপ্রিম কোর্ট। ২০১৯ সালে তার শুনানি হয়।

    কিন্তু, ১৯৯৮ সালে ঘুষ সংক্রান্ত সুপ্রিম নির্দেশের জেরে তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেত্বাধীন তিন সদস্যের বেঞ্চ তা বৃহত্তর বেঞ্চে পাঠিয়েছিল। সেই মামলায় শুনানি হয় বর্তমান প্রধান বিচারতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চে। আগের সুপ্রিম নির্দেশকে বাতিল করে দেওয়া হয়েছে। ঘুষ সংক্রান্ত অভিযোগ উঠলে ফৌজদারি মামলা করা যাবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। লোকসভা নির্বাচনের আগে এটি ফের এক উল্লেখযোগ্য রায় বলেই মনে করছে রাজনৈতিক মহল।
  • Link to this news (এই সময়)