Akhilesh Yadav : বিজেপিকে হারাতে মরিয়া লড়াই! লোকসভা ভোটে প্রার্থী অখিলেশ? কোন আসন থেকে টিকিট?
এই সময় | ০৪ মার্চ ২০২৪
লোকসভা ভোটের লড়াইতে নামতে পারেন অখিলেশ যাদব। সূত্রের খবর, তিনি কন্নৌজ আসন থেকে প্রার্থী হতে পারেন। তবে সমাজবাদী পার্টির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি।লোকসভার লড়াইয়ে অখিলেশ!দলীয় সূত্রে জানা গিয়েছে, কন্নৌজ কেন্দ্রে লড়াইয়ের জন্য ইতিমধ্যেই গ্রাউন্ড লেভেলে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কংগ্রেসের সঙ্গে জোট করে এ বছর লোকসভায় লড়ছে অখিলেশের দল। কোন আসনে কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে ইতিমধ্যেই স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সপা, এমনটাই খবর সূত্র মারফত।
এদিকে, কন্নৌজ আসনের জন্য BJP সুব্রত পাঠকের নাম ঘোষণা করেছে। জল্পনা রটেছে তাঁর বিরুদ্ধে এবার খোদ ময়দানে নামতে চলেছেন ,সমাজবাদী পার্টি সুপ্রিমো।
কী জানাচ্ছে দল?এখনও পর্যন্ত উত্তর প্রদেশের ৩১টি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে সমাজবাদী পার্টি। কন্নৌজ আসনটি বরাবরই সমাজবাদী পার্টির গড় হিসেবে পরিচিত। ১৯৯৮ থেকে শুরু করে ২০১৪ সাল পর্যন্ত সপা প্রার্থীরাই জয়ী হয়েছেন এই আসনে। ২০১৯ সালে এই আসন থেকে দাঁড়িয়েছিলেন ডিম্পল যাদব। তাঁকে পরাজিত করে জয়ী হন BJP প্রার্থী সুব্রত পাঠক। ২০২৪ সালের লোকসভাতেও তাই বিশ্বস্ত সৈনিক সুব্রত পাঠককেই ফের একবার দাঁড় করিয়েছে BJP। ফলে অখিলেশ এই আসন থেকে দাঁড়ালে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
সমাজবাদী পার্টি জেলা অধ্যক্ষ কলীম খান বলেন, 'অখিলেশ যাদব কন্নৌজ আসন থেকে ভোটে লড়তে ইচ্ছুক।' সূত্রের খবর, আগামী ১০ মার্চ এই আসন থেকে অখিলেশ যাদবের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করতে পারে দল। সেদিনই সপার নতুন প্রার্থীতালিকাও প্রকাশ পেতে পারে।
আজমগড় থেকে প্রার্থী ধর্মেন্দ্র যাদব?এ ছাড়াও সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, আজমগড় থেকে লড়তে পারেন সপা প্রার্থী ধর্মেন্দ্র যাদব। এই কেন্দ্রে BJP টিকিট দিয়েছে দিনেশলাল নিরাহুয়াকে। গুড্ডু জামালির সমাজবাদী পার্টিতে যোগদান উত্তর প্রদেশের রাজনীতি জমিয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে।
কংগ্রেসের সঙ্গে সমঝোতাঅনেক টানাপোড়েন শেষে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে কংগ্রেস। যোগীরাজ্যে জোট বেঁধেই লড়বে দুই সমাজবাদী পার্টি এবং হাত শিবির। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে উত্তর প্রদেশে কংগ্রেস ১৭টি আসনে এবং বাকি ৬৩টি আসনে সমাজবাদী পার্টি এবং অন্যান্য দলগুলি প্রার্থী দেবে।