• Ramadan 2024 Calendar : রমজানের ক্যালেন্ডার প্রকাশ আলা হজরত দরগার, প্রথমদিন কত ঘণ্টা রোজা?
    এই সময় | ০৪ মার্চ ২০২৪
  • আর মাত্র কয়েকটা দিন বাকি। আগামী সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে পবিত্র রমজান মাস। রবিবার এই মর্মে রমজানের ক্যালেন্ডার প্রকাশ করল দরগা আলা হজরত। এটি বরেলি দরগা নামেও খ্যাত। দরগার প্রধান মৌলানা সুহ্বান রজা খান ওরফে সুহ্বানি মিঞা এবং সজ্জাদানশীন মুফতি অহসন রজা কাদরি ওরফে অহসন মিঞার পক্ষ থেকে জারি করা ক্যালেন্ডারে সহরি এবং ইফতারের সময়সূচি প্রকাশ করা হয়েছে।এ বছরের রমজানের প্রথম রোজা কতক্ষণ?চলতি বছর প্রথম সহরি সকাল ৫টা বেজে ৪ মিনিটে এবং প্রথম ইফতার সন্ধ্যা ৬টা বেজে ২৩ মিনিটে হবে। অর্থাৎ প্রথম রোজা ১৩ ঘণ্টা ১৯ মিনিট ধরে চলবে। রমজান মাসের শেষ রোজার সময় হবে ১৪ ঘণ্টা ১৪ মিনিট।

    দরগার বরিষ্ঠ মুফতি সলিম নুরী বরেলবি বলেন, 'রমজানের ক্যালেন্ডারে বছরভর অনুষ্ঠিত হতে চলা মুসলিমদের পরম এবং উর্সের তারিখ উল্লেখ করা হয়েছে।' মিডিয়া কোঅর্ডিনেটর নসির কুরেশি বলেন, 'রোজা এবং ইফতারের দোয়া ছাড়া আলাবা-সদকা-এ-ফিতর, এতেকাফ, তরকীব নমাজ ইদ, ফজাইল রমজান, নমাজ-এ-তরাবীহ এবং মকরুয়াত রোজার সময়ও ক্যালেন্ডারে দেওয়া হয়েছে। এই ক্যালেন্ডার দেশে-বিদেশের ধর্মপ্রাণ মুসলিম ও আল্লাহর ভক্তদের সোশ্যাল মিডিয়ায় এবং পোস্টে পাঠানো হয়েছে।'

    ভারতে রমজান কবে?ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী নবম মাসে পালিত হয় রমজান। সৌদি আরবের মক্কা শহরে, মিশরের রাজধানী কায়রোতে ১০ মার্চ চাঁদ দেখা যাবে না। দেখা যাবে ১১ মার্চ। পরেরদিন অর্থাৎ ১২ মার্চ পবিত্র রমজান মাস শুরু হবে আরব দেশগুলিতে। বাংলাদেশ, ভারতের মতো দেশগুলিতে রমজান মাস শুরু হতে চলেছে আগামী ১৩ মার্চ থেকে। যদিও এখনও পর্যন্ত এই দেশগুলির তরফে অফিসিয়াল কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে আরব দেশগুলির সঙ্গে ভারতের সময়ের পার্থক্যের কথা মাথায় রেখেই রমজান মাস শুরুর অনুমান করা হচ্ছে।

    রোজা কী?রমজান মাসে রোজা রাখেন মুসলিমরা। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালিত হয়। উপবাস করে আল্লাহর ইবাদত করেন ধর্মপ্রাণ মুসলিমরা। সকালে সেহরির পর শুরু হয় রোজা এবং সন্ধ্যায় ইফতারের সঙ্গে শেষ হয় উপবাস। রমজানের শেষ দিনে চাঁদ দেখার পর পালিত হয় ইদ-উল-ফিতর বা খুশির ইদ। রমজান মাস জুড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন মুসলিমরা। সেহরি শেষ করে ফেলতে হয় ফজর বা প্রাতঃকালের নামাজের আগেই। এরপর সারাদিন নির্জলা উপবাস। থুতু পর্যন্ত গেলার নিয়ম নেই। এরপর সন্ধ্যায় মগরিবের নমাজ হয়। আজান শুনে উপবাসভঙ্গ করেন মুসলিমরা। যে খাবার খেয়ে এই উপবাস তথা রোজা ভঙ্গ করা হয় সেটাকেই বলে ইফতার। ইফতার শেষে মগরিবের নমাজ পাঠ হয়। মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিশ্বাস আছে, পবিত্র এই রমজান মাসেই ইসলামের ধর্মীয় গ্রন্থ কোরান শরিফের জ্ঞান লাভ করেন হজরত মহম্মদ।
  • Link to this news (এই সময়)