লোকসভার টিকিট পেতেই BJP সাংসদের আপত্তিকর ভিডিয়ো ভাইরাল! দায়ের FIR
এই সময় | ০৪ মার্চ ২০২৪
বারাবাঙ্কি আসন থেকে ফের একবার বর্তমান সাংসদ উপেন্দ্র সিং রাওয়াতকেই টিকিট দিয়েছে BJP। নাম ঘোষণার পর থেকেই সাংসদের একটি আপত্তিকর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে বলে অভিযোগ উঠেছে। যেটি সম্পূর্ণ নকল বলে ইতিমধ্যেই FIR দায়ের করা হয়েছে সাংসদের পক্ষ থেকে।কোতওয়ালি থানার পুলিশ অফিসার আদিত্য ত্রিপাঠী বলেন, 'সাংসদ উপেন্দ্র সিং রাওয়াতের ব্যক্তিগত সচিব দিনেশ চন্দ্র রাওয়াত একটি অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় ইতিমধ্যেই একটি FIR দায়ের করা হয়েছে।' অভিযোগ উঠেছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংসদের একটি আপত্তিকর ভিডিয়ো তৈরি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। তাঁর ভাবমূর্তি নষ্ট করার জন্যই এমনটা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন উপেন্দ্র সিং রাওয়াতের ব্যক্তিগত সচিব।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিডিয়োতে দেখা যাচ্ছে এক মহিলার সঙ্গে আপত্তিজনক অবস্থায় রয়েছেন এক ব্যক্তি। তাঁকেই উপেন্দ্র সিং রাওয়াত বলে চিহ্নিত করা হচ্ছে। যদিও এই ভিডিয়োর কোনও সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল।
গোটা ঘটনা প্রসঙ্গে BJP-র সাংসদ উপেন্দ্র সিং রাওয়াত বলেন, 'আমি বারাবাঙ্কি থেকে আবার লোকসভার টিকিট পেতেই বিরোধীরা এই কাণ্ড ঘটিয়েছেন। এই ভিডিয়োটি সম্পূর্ণ ভুয়ো। আশা করব পুলিশ দ্রুত অপরাধীকে খুঁজে বের করবে।'
উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা ভোটে তৎকালীন সাংসদ প্রিয়াঙ্কা সিং রাওয়াতকে সরিয়ে উপেন্দ্র সিং রাওয়াতকে টিকিট দেওয়া হয়েছিল। তিনি মানরক্ষা করেছিলেন গেরুয়া শিবিরের। বিপুল ভোটে জয়ী হয়ে বারাবাঙ্কির সাংসদ হন। ফের তাঁকেই বারাবাঙ্কি থেকে প্রার্থী করেছে BJP।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য ইতিমধ্যেই প্রথম দফার প্রার্থীতালিকা ঘোষণা করে ফেলেছে BJP। প্রথম তালিকায় ঠাঁই হয়েছে ১৯৫ জনের। গত শনিবার দিল্লিতে দলীয় কার্যালয়ের সদর দফতরে জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওদে প্রার্থীদের তালিকা পেশ করেন। তালিকা প্রকাশের সময় প্রথম প্রার্থী তালিকায় কয়েকটি তাৎপর্যপূর্ণ বিষয়ও তুলে ধরেন। প্রথম প্রার্থী তালিকায় টিকিট দেওয়া হয়েছে ২৮ জন মহিলা প্রার্থীকে। তরুণ প্রার্থীদের উপর বিশেষ ভরসা রাখছে গেরুয়া শিবির। প্রথম তালিকায় যাঁরা টিকিট পেয়েছেন তাঁদের মধ্যে ৪৭ জনের বয়স ৫০ বছরের নীচে। প্রথম তালিকায় তফসিলি জাতি থেকে ২৭ জন, তপশিলি উপজাতি থেকে ১৮ জন এবং ওবিসি সম্প্রদায়ের ৫৭ জনকে প্রার্থী নির্বাচন করা হয়েছে। তবে ৩৪ জন সাংসদ এবার আর টিকিট পাননি।