• PM Narendra Modi : 'বিরোধীদের কথায় কান নয়, লক্ষ্য হোক 'বিকশিত ভারত'
    এই সময় | ০৪ মার্চ ২০২৪
  • আসন্ন লোকসভা ভোটের আগে মন্ত্রী পরিষদের সঙ্গে শেষবারের বৈঠকে আগামী ১০০ দিনের রণনীতি তৈরি করতে গিয়ে অনেকটা এরকমই নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।রবিবার নয়াদিল্লির সুষমা স্বরাজ ভবনে 'কাউন্সিল অফ মিনিস্টার্স'-এর সঙ্গে প্রায় আট ঘণ্টার বৈঠক করেন নমো। সূত্রের খবর, তৃতীয়বারও কেন্দ্রে মোদী সরকার গঠন সুনিশ্চিত দাবি করার সঙ্গে সঙ্গেই নিজেদের লক্ষ্য পূরণে আগামী ১০০ দিনের কর্মসূচি কী হবে-বৈঠকে সেটাও বাতলে দেন প্রধানমন্ত্রী। লোকসভা ভোটে প্রত্যেক মন্ত্রীকে নিজের সেরা পারফরম্যান্স তুলে ধরার পরামর্শ দিয়েছেন তিনি৷ একইসঙ্গে নমো সতর্ক করে দিয়েছেন, বিরোধীদের অপপ্রচারের দিকে না তাকিয়ে উন্নয়নমুখী কেন্দ্রীয় প্রকল্পের জয়গান করুন উদাত্ত কণ্ঠে৷ সরকারি সূত্রের দাবি, বিগত দশ বছরে ধারাবাহিক ভাবে 'বিকশিত ভারত' গড়ার লক্ষ্যে কাজ চালিয়ে যাওয়া নিজের সরকারের সাফল্য জনসাধারণের সামনে আরও জোরালো ভাবে তুলে ধরার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তাঁর সতীর্থ কেন্দ্রীয় মন্ত্রীদের সতর্ক করে নমো বলেছেন, 'বিরোধীদের অপপ্রচারের ফাঁদে পা দেবেন না। অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে এগোন৷'

    দ্বিতীয় মোদী সরকারের পাঁচ বছরের কার্যকালে প্রধানমন্ত্রী মোদী অনেকবারই তাঁর মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছেন, তাঁদের পারফরম্যান্স কাঁটাছেঁড়া করেছেন, প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন সব মন্ত্রকের জন্য৷ লোকসভা নির্বাচনের আগে শেষবারের জন্য রবিবার 'কাউন্সিল অফ মিনিস্টার্স'-এর সঙ্গে বৈঠকে বসে তিনি মন্ত্রিসভার সদস্যদের পারফরম্যান্স খতিয়ে দেখার কাজ করেছেন৷

    সরকারি সূত্রের দাবি, এদিন প্রধানমন্ত্রীর নির্দেশে প্রত্যেক মন্ত্রকের তরফে একটি করে ডিজিটাল প্রেজেন্টেশন দেওয়া হয়, যেখানে সংশ্লিষ্ট মন্ত্রকের বিগত পাঁচ বছরের পারফরম্যান্সের সঙ্গে সঙ্গে আগামীর রূপরেখাও তুলে ধরা হয়৷ এই ডিজিটাল প্রেজেন্টেশনের সিনোপসিস থেকেই তৈরি করা হবে আসন্ন লোকসভা নির্বাচনের আগে প্রকাশিত বিজেপির নির্বাচনী ঘোষণাপত্র৷ এই ঘোষণা পত্রে উল্লেখ থাকবে 'বিকশিত ভারত-৪৭' থিমটি৷ এই ভিশন ডকুমেন্ট তৈরির কাজে প্রত্যেকটি মন্ত্রকের উল্লেখযোগ্য ভূমিকা থাকবে, রবিবার প্রত্যেক মন্ত্রককে তা-ও জানিয়েছেন প্রধানমন্ত্রী, দাবি সূত্রের৷ একইসঙ্গে নিজের মন্ত্রিসভার সদস্যদের সামনে তাঁর দাবি, আসন্ন লোকসভা নির্বাচনে তাঁদের আশপাশে কোনও প্রতিদ্বন্দ্বী নেই। কিন্তু এতে সন্তুষ্ট হওয়ারও অবকাশ নেই। নিজেদের সেরা পারফরম্যান্স তুলে ধরে ৪০০ আসন ঘরে তোলাই এবার এনডিএ-র প্রধান চ্যালেঞ্জ৷

    এদিন বিজেপির তহবিলে দু'হাজার টাকা দান করেন প্রধানমন্ত্রী নিজে। পাশাপাশি তিনি দেশের প্রত্যেককে অনুরোধ জানিয়েছেন বিজেপির ফান্ডে অনুদান দেওয়ার জন্য। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে আবেদন জানান, 'এনএএমও (নমো) অ্যাপের মাধ্যমে ডোনেশন ফর নেশন বিল্ডিং প্রচারের অংশীদার হোন।' তাঁর সংযোজন, 'ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করতে অনুদান দিতে পেরে আমি খুশি। আমরা বিকশিত ভারত গড়ার চেষ্টায় অবিচল। আমি প্রত্যেককে অনুরোধ করছি, এনএএমও অ্যাপের মাধ্যমে ডোনেশন ফর নেশন বিল্ডিং প্রচারের অংশীদার হোন।'
  • Link to this news (এই সময়)