দলের পুরনো সৈনিকদের বর্তমান প্রজন্মকে কাছে টানার কৌশল? নয়া উদ্যোগ সিপিএমের
এই সময় | ০৪ মার্চ ২০২৪
নয়া প্রজন্মই ভবিষ্যতের কাণ্ডারী। গত কয়েকবছর ধরেই যুব সমাজকে বাম মতাদর্শে দীক্ষিত করার পন্থা অবলম্বন করার লক্ষ্যমাত্রা নিয়েছে সিপিএম। দলীয় কর্মসূচির ফ্রন্টফুটে থাকছে যুব সংগঠন। তবে, দলেরই পুরনো কর্মীদের বর্তমান প্রজন্মরাও কী বামপন্থায় সমর্থন করছেন? নাকি, রাজনৈতিক ভাবাদর্শ পাল্টাচ্ছে? তাঁদের মনন বুঝতে এবার নয়া উদ্যোগ সিপিএমের।লোকসভা ভোটের আগে দলের পুরানো কর্মী এবং নেতাদের বর্তমান প্রজন্মকে পাশে পেতে নতুন উদ্যোগ নিতে দেখা গেল সিপিএমকে। পুরানো নেতাকর্মীদের পরিবারের বর্তমান প্রজন্মের অনেকের সঙ্গেই দলের আর মজবুত সম্পর্ক নেই। বর্তমান প্রজন্মের অনেকেই হয় শাসক দল বা অন্য দলের সঙ্গে যুক্ত। এইসব পুরনো কর্মীর পরিবারের বর্তমান প্রজন্মের সাথে যোগাযোগ নিবিড় করতে উদ্যোগ সিপিএমের। এই উপলক্ষে সোনারপুরের প্রতাপগরে পুরনো কর্মীদের স্মরণ করতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ডাকা হয় পুরানো কর্মীদের পরিয়ারের বর্তমান প্রজন্মের সদস্যদের। তাদের হাতে তুলে দেওয়া হয় স্মারক। প্রতাপনগর এদিন একশোটিরও বেশি পরিবারের হাতে এদিন স্মারক তুলে দেন বাম নেতৃত্ব।
এইসব পুরনো কর্মীদের অনেকেই হয় প্রয়াত হয়েছেন অথবা রাজনীতিতে যুক্ত নেই। তাঁদেরই পরিবারের লোকদের ডাকা হয় এদিন। বাম নেতা সুজন চক্রবর্তী উপস্থিত ছিলেন এই সভায়। তিনি বলেন, ‘দলের এই পুরনো কর্মীদের ঐতিহ্য ছিল লাল ঝান্ডা। এইসব কর্মীদের ঐতিহ্যকে সামনে রেখেই বর্তমান প্রজন্ম এগিয়ে যাচ্ছে।’ এইসব পুরনো কর্মীদের স্মরণ করেই দেশ রক্ষার শপথ বর্তমান প্রজন্ম নেবে বলে আশাবাদী তিনি।
দলের পুরনো সৈনিকদের বংশ পরম্পরায় বাম মনস্ক হওয়ার ব্যাপারে কোনও বাধ্যবাধকতা নেই। তবে পুরনো কর্মীদের বা বলা যায়, পরিবারের গুরুজনদের ভাবাদর্শে নব প্রজন্মের সদস্যরা অনেক সময়ই চলতে চান না। তাঁদের স্বতন্ত্র রাজনৈতিক মতাদর্শ তৈরি হতে পারে। অন্য কোনও রাজনৈতিক দলের প্রতি তাঁদের আস্থা তৈরি হতে পারে। তবে, নব প্রজন্মকে কাছে টানতে, তাঁদের বাম নীতি - আদর্শকে তাঁদের সামনে তুলে ধরতে তৎপর সিপিএম।
নব প্রজন্মকে টার্গেট করে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধি করার ব্যাপারে গত কয়েক বছরে সচেষ্ট হয়েছে রাজ্যের বাম নেতৃত্ব। কয়েক মাস আগেই যুব সংগঠনের উদ্যোগে ব্রিগেড সমাবেশের আয়োজন করা হয়েছিল। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে নতুন মুখ তুলে আনার উদ্যোগ নিচ্ছে সিপিএম। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও যুব সম্প্রদায়কে বিশেষ ভাবে প্রাধান্য দেওয়া হবে বলেও সিপিএম সূত্রে খবর।