Ind vs Eng: বারবার ব্যর্থ ভারতীয় তারকাকে ফের সুযোগ ধর্মশালায়! পঞ্চম টেস্টে নামার আগেই কাঠগড়ায় রোহিতদের পক্ষপাতিত্ব
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৪ মার্চ ২০২৪
India vs England test series:
ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচে ভারতীয় দলে থাকতে পারেন রজত পাতিদার। ভারত ইতিমধ্যে সিরিজ জিতে গেছে। তবে, তাতে পঞ্চম তথা শেষ টেস্ট হওয়ায় কোনও বাধা নেই। সূচি মেনেই নিয়মরক্ষার এই ম্যাচ হবে ধর্মশালায়। আর, সেখানেই থাকতে পারেন রজত পাতিদার। কথা ছিল কেএল রাহুল দল ঢুকবেন। কিন্তু, তিনি এখনও ফিট নন। রাহুল ফিট থাকলে, রজত পতিদারকে ছেড়ে দেওয়া যেত। সেক্ষেত্রে রজত রঞ্জি ট্রফির সেমিফাইনালে মধ্যপ্রদেশের হয়ে খেলতেন।