• BJP Candidate List 2024 : লোকসভায় বাকি ২২টি আসনে প্রার্থী কারা? কেন্দ্রীয় কমিটির সঙ্গে বৈঠকে রাজ্য BJP নেতৃত্ব
    এই সময় | ০৪ মার্চ ২০২৪
  • Lok Sabha Election : রাজ্যের ২০টি আসনে ইতিমধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। বাকি ২২টি আসনের প্রার্থী তালিকা ঘোষণার প্রস্তুতি শুরু করে দিল গেরুয়া শিবির। নয়াদিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসছে রাজ্য বিজেপির প্রতিনিধি দল। আজ, সোমবার বিকেল তিনটে নাগাদ রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক বসছে কেন্দ্রীয় নেতৃত্ব।পশ্চিমবঙ্গের বাকি ২২ টি আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আজ কেন্দ্রীয় নেতৃত্বের সাথে বৈঠক করবেন রাজ্য নেতৃত্ব। বিকেল তিনটা থেকে নয়াদিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালযয়ে এই বৈঠক শুরু হবে। পশ্চিমবঙ্গ থেকে বৈঠকে উপস্থিত থাকবেন বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তী এবং সহ সাংগঠনিক সম্পাদক সতীশ ধন্দ।

    বাকি ২২টি আসনের জন্য রাজ্য বিজেপির তরফে ইতিমধ্যে কিছু নাম প্রস্তাব রাখা হচ্ছে। আসানসোল কেন্দ্র থেকে পবন সিংকে প্রার্থী করার কথা ঘোষণা হলেও তিনি নিজে দাঁড়াতে অনিচ্ছা প্রকাশ করেন। ফলত, ওই আসনের জন্যেও নতুন প্রার্থী নিয়ে আলোচনা হতে পারে। আগামী ৭ মার্চ বিজেপির বড় যোগদানের ইঙ্গিত দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

    রাজ্যের ২০টি আসনের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী সহ একাধিক পুরনো প্রার্থীর উপরেই ভরসা রেখেছে বিজেপি। আলিপুরদুয়ার এবং বোলপুর কেন্দ্রে প্রার্থী পরিবর্তন করা হয়েছে। তবে বাকি ২২টি আসনে প্রার্থী তালিকায় আরও চমক থাকতে পারে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে প্রবেশ করছেন বলে জানিয়েছেন। যদিও তিনি কোন দলে যুক্ত হচ্ছেন, সেটা সম্পর্কে কিছু জানাননি। তিনি বিজেপিতে যোগদান করতে পারেন বলেও জল্পনা রয়েছে। সেই কারণে তাঁকে নিয়েও একটি জল্পনা রয়েছে।

    রাজ্যের ২০টি আসনে প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা করা হয় গত শনিবার। কোচবিহার থেকে বাঁকুড়া, বিষ্ণুপুর, যাদবপুর কেন্দ্র সহ মোট ২০টি আসনে প্রার্থী ঘোষণা কড়া হয়। প্রথম দফায় গোটা দেশে ১৯৫টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়। বারাণসী কেন্দ্র থেকেই দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাটের গান্ধীনগর থেকে দাঁড়ান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। প্রার্থী তালিকায় ২৮ জন মহিলা প্রার্থী ছিলেন। ওবিসি সম্প্রদায় থেকে ৫০ ও ৫৭ বছরের নীচে ৪৭ জনকে টিকিট দেওয়া হয়েছে। পরবর্তী তালিকায় মহিলা প্রার্থীর সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
  • Link to this news (এই সময়)