Lakshmi Bhandar : লোকসভা ভোটের আগে রাজধানীতেও 'লক্ষ্মীর ভাণ্ডার'! মমতাকে অনুকরণ করে মেয়েদের কত টাকা দেবে দিল্লি সরকার?
এই সময় | ০৪ মার্চ ২০২৪
সামনে লোকসভা ভোট। মহিলা ভোটারদের মন পেতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে পা বাড়াল আপ সরকার। পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আদলে দিল্লিতে ‘মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা’ প্রকল্প চালুর কথা ঘোষণা করলেন আপ সরকারের অর্থমন্ত্রী অতিশি । এই প্রকল্পের অধীনে মাসিক ১ হাজার টাকা করে পাবেন রাজধানীর মহিলারা।
কী বলেছেন আপ সরকারের অর্থমন্ত্রী?সোমবার দিল্লি বিধানসভায় ২০২৪-২৫ অর্থবর্ষের আর্থিক বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী অতিশি । মহিলাদের জন্য নতুন প্রকল্প চলতি আর্থিক বর্ষ থেকে লাঘু করা হবে বলে বাজেট বক্তৃতায় জানিয়েছেন তিনি। এই প্রকল্পের অধীনে ১৮ বছরের বেশি বয়সী মহিলাদের মাসে ১ হাজার টাকা করে দেওয়া হবে। তবে, যে সকল মহিলারা সরকারি ও বেসরকারি কর্মচারী, আয়করদাতা এবং পেনশন পাচ্ছেন, তাঁদের এই প্রকল্পের আওতার বাইরে রাখা হয়েছে বলে জানিয়েছেন আপ সরকারের অর্থমন্ত্রী।লক্ষ্য ভোটসামনে লোকসভা ভোট। ইতিমধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমের জনমত সমীক্ষা প্রকাশ্যে এসেছে। বেশ কয়েকটি সমীক্ষায় এবারও লোকসভা নির্বাচনে দিল্লিতে আপকে শূন্য হাতে ফিরতে হতে পারে দেওয়া হয়েছে ইঙ্গিত। ড্যামেজ কন্ট্রোলে মহিলা ভোটারদের মন পেতেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুকরণে ‘মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা’ চালুর সিদ্ধান্ত বলে ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে।
প্রসঙ্গত, ২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল সরকার। মহিলাদের সমর্থনের সুনামি আছড়ে পড়েছিল তৃণমূলের ভোটবাক্সে। বিধানসভায় জয়লাভ করে ঘাসফুল শিবির। পরবর্তী কালে কর্নাটক, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের আদলে প্রকল্প চালু করা হয়েছে। এবার দিল্লিতেও চালু হল মহিলাদের আর্থিক সাহায্যের জন্য নতুন প্রকল্প। এই নতুন প্রকল্পের হাত ধরে আপ লোকসভা নির্বাচনে দিল্লিতে খাতা খুলতে পারে কী না, সেটাই দেখার।
আর্থিক ব্যয়-বরাদ্দ পেশ আপ সরকারের‘মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা’ প্রকল্পের পাশাপাশি ২০২৪-২৫ আর্থিক বাজেটে ব্যয়-বরাদ্দ পেশ করেছে আপ সরকার। মোট ৭৬ হাজার কোটি টাকার ব্যয়-বরাদ্দ পেশ করা হয়েছে। গত আর্থিক বছরের তুলনায় ২ হাজার কোটি টাকা ব্যয় কমানোর সিদ্ধান্ত সরকার নিয়েছে বলে জানিয়েছেন অতিশি । বাজেট বক্তৃতায় আপ সরকারের অর্থমন্ত্রী জানিয়েছেন, ২০১৪ সালে দিল্লির জিএসডিপি ছিল ৪.৯৫ লাখ কোটি টাকা। গত ১০ বছরে বেড়ে ১১.০৮ লাখ কোটি টাকা হয়েছে বলে জানিয়েছেন তিনি। শিক্ষাক্ষেত্রে বাজেট বরাদ্দ ১০০ কোটি টাকা করা হয়েছে। এছাড়া নতুন স্কুল ও শ্রেণিকক্ষ নির্মাণে আরও ১৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে বাজেটে।