• Pawan Singh : সিদ্ধান্ত বদলে আসানসোলে লড়াই পবন সিংয়ের? নাড্ডার সঙ্গে বৈঠকের পর মুখ খুললেন ভোজপুরি গায়ক
    এই সময় | ০৪ মার্চ ২০২৪
  • প্রথম ধাপের প্রার্থীতালিকায় বাংলার আসানসোল আসন থেকে ভোজপুরী স্টার পবন সিংকে টিকিট দিয়েছিলেন BJP। তবে তিনি ভোটের লড়াই থেকে পিছিয়ে এসেছেন। এরপরই সোমবার BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করলেন এই ভোজপুরী গায়ক।প্রায় ঘণ্টাখানেক চলে বৈঠক। এরপর বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পবন সিং বলেন, 'যা হবে ভালোর জন্যই হবে। আমি BJP সভাপতির সঙ্গে কথা বলেছি। আমার বক্তব্য তাঁকে জানিয়েছি। যা সিদ্ধান্ত নেওয়া হবে, তা সকলের সামনে প্রকাশ করা হবে। সময় আসলে সবটা স্পষ্ট হবে।' আসানসোল থেকে নাম প্রত্যাহার করলেও লোকসভায় অন্য কোনও আসন থেকে কি তিনি লড়বেন? জবাবে পবন সিং বলেন, 'যা হবে তা জানিয়ে দেওয়া হবে।'

    টিকিট পাওয়ার পর কী বলেছিলেন পবন সিং?BJP গত শনিবার লোকসভা ভোটের জন্য ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করে। এই তালিকায় ছিলেন আসানসোল আসনের প্রার্থী পবন সিং। নাম ঘোষণা হতেই ভোজপুরী এই শিল্পী বলেছিলেন, 'আসানসোল থেকে আমায় লোকসভায় টিকিট দেওয়ার জন্য BJP-র শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ।'

    কে এই পবন সিং?পবন সিং একজন ভোজপুরী শিল্পী। 'ললিপপ লাগেলু' গানের জন্য জনপ্রিয় তিনি। ভোজপুরী সিনেমায় অভিনয়ের জন্যও পুরস্কারও পেয়েছেন তিনি। পবন সিং ১৯৮৬ সালের ৫ জানুয়ারি বিহারের আরা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি এক রাজপুত পরিবারের ছেলে। তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। অভিনয় এবং সংগীতজগতে তাঁর ভোজপুরী ইন্ডাস্ট্রিতে বেশ নাম-ডাক রয়েছে। বলা হয়, ভোজপুরী সিনেমায় বর্তমানে তিনিই সবচেয়ে দামি অভিনেতা।

    পবন সিং কেন নাম প্রত্যাহার করেন?নাম ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই আসানসোলে লড়তে অস্বীকার করেন পবন সিং। এই BJP প্রার্থীর বিরুদ্ধে বাঙালি ও নারী বিদ্বেষী গান তৈরির অভিযোগ ওঠে। তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। তাঁর একাধিক গান নিয়ে আপত্তি তোলেন আসানসোলের প্রাক্তন সাংসদ তথা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিমো। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে 'ললিপপ লালেগু' খ্যাত গায়কের গানের ছবি, পোস্টার। কী ভাবে বাঙালি বিদ্বেষী এই গায়ককে প্রার্থী করা হল, তা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূলের নেতারা। এরপর রবিবার দুপুরে নিজের সোশ্যাল মিডিয়ায় পবন সিং বলেন, 'BJP নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ তাঁরা আমার উপর ভরসা রেখেছেন। আসানসোল কেন্দ্রে তাঁরা আমাদের প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন। তবে কয়েকটি কারণে আসানসোল থেকে লড়াই করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না।'

    এবার জে পি নাড্ডার সঙ্গে বৈঠকের পর ফের একবার জল্পনা বিকল্প হিসেবে কোন আসন থেকে লড়বেন পবন সিং? না কি মানভঞ্জন করে BJP তাঁকে সিদ্ধান্ত বদল করাবে?
  • Link to this news (এই সময়)