• Who Is Abdul Salam : ১৯৫ জনের তালিকায় মুসলিম মাত্র এক! লোকসভা ভোটে BJP প্রার্থী আবদুল সালাম কে?
    এই সময় | ০৪ মার্চ ২০২৪
  • লোকসভা ভোটের জন্য প্রথম ধাপে ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে BJP। এই তালিকায় রয়েছে একজন মাত্র মুসলিম প্রার্থী। কেরালার মলপ্পুরম থেকে লড়বেন আবদুল সালাম।২০টির মধ্যে কেরালার মোট ১২ আসনে প্রার্থী ঘোষণা করেছে গেরুয়া শিবির। তার মধ্যে অন্যতম এই মলপ্পুরম আসন। এই কেন্দ্রের প্রার্থী আদুল সালাম কালিকট বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। ১৯৫২ সালে তিরুর এলাকায় জন্মগ্রহণ করেন তিনি। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত কালিকট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন তিনি। ১৫০টির বেশি গবেষণা পত্র লিখেছেন তিনি। বায়োলজিক্যাল সায়েন্সের উপর ১৩টি বই রয়েছে তাঁর। এর আগে কেরালা এগ্রিকালচারাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনাও করেন তিনি। জানা গিয়েছে, মোট ৬ কোটি ৪৭ লাখ টাকার সম্পত্তির অধিকারী BJP-র এই মুসলিম প্রার্থী।

    এর আগে ২০২১ সালে কেরালায় বিধানসভা ভোটে লড়েছিলেন আবদুল সালাম। তবে পেয়েছিলেন মাত্র ৫.৩৩ শতাংশ ভোট।

    বরাবরই মুসলিম বিদ্বেষী তকমা জুটেছে পদ্ম শিবিরের। সংখ্যালঘুদের সঙ্গে অবিচার করার বিস্তর সমালোচনা করেছে কংগ্রেস সহ একাধিক বিরোধী দলগুলি। এ মত অবস্থায় একমাত্র মুসলিম প্রার্থী দিয়ে বাজিমাত করতে পারবে কি BJP? সেটাই এখন দেখার।

    উল্লেখ্য, কেরালায় শাসকদলের পক্ষ থেকে দুই কেন্দ্রীয় মন্ত্রীকে লোকসভা ভোটের টিকিট দেওয়া হয়েছে। তিরুঅনন্তপুরম থেকে লড়বেন ভি রাজীব চন্দ্রশেখর। এই আসনের বর্তমান সাংসদ কংগ্রেসের শশী থারুর। আত্তিঙ্গল থেকে লড়বেন ভি মুরলিধরন। থ্রিশুর থেকে টিকিট দেওয়া হয়েছে অভিনেতা রাজনীতিবিদ সুরেশ গোপীকে। এ ছাড়া ভদকরা থেকে প্রফুল্ল কৃষ্ণ, পোন্নানি থেকে নিবেদিতা সুব্রহ্মণিয়ন, কোঝিকোড়ে থেকে এম টি রমেশ, কান্নুর থেকে সি রঘুনাথ, কাসারগড় থেকে এম এল অশ্বিনী, পালাক্কাড থেকে সি কৃষ্ণকুমার এবং পাথানামথিট্টা থেকে লড়বেন অনীল অ্যান্টনি।

    এদিকে, আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে BJP প্রার্থীতালিকায় ঠাঁই দিয়েছে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীকে। যারা বর্তমানে রাজ্যসভার সাংসদ। এর মধ্যে রয়েছে গুজরাটের পোরবন্দর থেকে বিদায়ী স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য়, রাজস্থানের আলওয়ার থেকে পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব, মধ্য প্রদেশের গুনা থেকে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, রাজকোট থেকে কেন্দ্রীয় পশুপালনমন্ত্রী পরশোত্তম রুপালা, রাজস্থান থেকে দাঁড়া কেন্দ্রীয় নৌপরিবহণ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ আরও অনেকে। পাশাপাশি যাদের রিপোর্ট কার্ড খারাপ তাঁদের উপর আর ভরসা রাখেনি পদ্ম শিবির। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে যে আসনগুলিতে জয়লাভ করতে পারেনি বিজেপি বা একটুর জয় হাতছাড়া হয়েছে সেইগুলির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে দল।
  • Link to this news (এই সময়)