সম্প্রতি তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছিলেন দলীয় মুখপাত্র কুণাল ঘোষ। যা সমর্থন করেছিলেন তৃণমূল বিধায়ক তাপস রায়। তৃণমূলের ‘বিদ্রোহ’-এর পারদ চড়ে। এরপরই চরম পদক্ষেপ নিয়ে ফেলেন তাপস। সোমবার তাপস রায়ের বাড়িতে গিয়ে মন্ত্রী ব্রাত্য় বসু ও কুণাল ঘোষ মানভঞ্জনের চেষ্টা করলেও কাজ হয়নি। উল্টে কুণালকে শোকজ করে দল। এরপরই দেখা যায়, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিমানের কথা বলে তৃণমূল ছাড়েন তাপস রায়। পদত্যাগ করেন বরানগরের বিধায়ক পদ থেকে।