জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক সারল রাজনৈতিক দলগুলি। শাসকদল তৃণমূল-সহ মোট ৮টি দলের প্রতিনিধিরা এদিন বৈঠক করেছেন নির্বাচন কমিশনের ফুলবেঞ্চের সঙ্গে। কমিশনের সঙ্গে বৈঠকে এক দফায় ভোটের দাবি তুলেছে তৃণমূল (TMC)। অভিযুক্ত সরকারি কর্তাদের যাতে ভোটের কাজ থেকে দূরে রাখা যায়, সেই আবেদন জানিয়েছে সিপিএম। রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে BJP, কংগ্রেস-সহ বাকি দলগুলিও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।