Ayodhya Ram Temple: স্থায়ী ঠিকানা পেয়েছেন রামলালা। ধুমধাম করে উদ্বোধন করা হয়েছে অযোধ্যার রামমন্দির। যা নিয়ে সরগরম ছিল দেশ। যা আসন্ন লোকসভা ভোটের আগে বিজেপির ‘মাস্টার স্ট্রোক’ বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। এই আবহে সেই রামমন্দিরকে নিয়েই বিতর্কিত মন্তব্য করে প্রবল সমালোচনার মুখে তৃণমূলের তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিনহা রায়। নিন্দায় সরব এ রাজ্যের বিরোধী দলনেতা। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী।