• Tapas Roy: মমতার বিরুদ্ধে একরাশ ক্ষোভ! ইস্তফা তাপস রায়ের
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৪ মার্চ ২০২৪
  • Tapas Roy resignation from MLA post:

    বিধায়ক পদ ছাড়লেন তাপস রায়, সঙ্গে তৃণমূলও। সোমবার বিধানসভায় গিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন এই প্রবীণ রাজনীতিক। বিধানসভা থেকে বেরিয়ে তাপস বলেন, ‘এই তৃণমূল আমার জন্য নয়। আমি ফ্রি বার্ড।’ জল্পনা তিনি জোড়া-ফুল চেড়ে পদ্ম ফুলে নাম লেখাবেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এরপর কোথায় যাব, কী করব সেটা পরেই জানাব।’ এর আগে নিজের বাড়িতে সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছিলেন, দলনেত্রীর উপর ক্ষোভের কারণেই তাঁর এই পদক্ষেপ।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)