• Tapas Roy: তৃণমূলে ‘তিতিবিরক্ত’ তাপস! বোঝাতে বাড়ি ছুটলেন ব্রাত্য-কুণাল
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৪ মার্চ ২০২৪
  • Tapas Roy:

    ক্ষুব্ধ তৃণমূল নেতার বাড়িতে সকাল-সকাল ব্রাত্য বসু, কুণাল ঘোষ। বেশ কিছুক্ষণ তিনজনের আলোচনার পর কুণাল বেরলেও ব্রাত্য তখনও রয়ে যান। সূত্রের খবর, তাপস রায় শীঘ্রই তৃণমূলের সঙ্গে সম্পর্ক চ্ছিন্ন করতে পারেন বলে তীব্র গুঞ্জন ছড়িয়েছে। এমনকী তিনি BJP-তে যোগ দিতে পারেন বলেও শোনা যাচ্ছে। এই জল্পনার আবহেই বরাহনগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের (Tapas Roy) বাড়িতে ব্রাত্য-কুণাল।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)