IPL 2024: কোহলির সঙ্গেই স্লেজিং করছিল সিরাজ-ও! IPL শুরুর আগেই নতুন ‘ভিলেন’ বাছলেন নভিন উল হক
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৪ মার্চ ২০২৪
IPL 2023, RCB vs LSG
: বছর খানেক পেরোয়নি। সেই ঘটনার স্মৃতি এখনও টাটকা। মাঠেই কুৎসিত দ্বন্দযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন লখনৌ সুপার জায়ান্টস পেসার নভিন উল হক এবং বিরাট কোহলি। সেই সংঘর্ষে পরে নাম লিখিয়ে বিষয়টি অন্য মাত্রায় টেনে নিয়ে যান গৌতম গম্ভীর।