Pakistan National Day: শত্রুতার অবসান? দিল্লিতে পালিত হবে পাকিস্তানের জাতীয় দিবস!
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৪ মার্চ ২০২৪
Pakistan National Day on Lahore Resolution:
পাকিস্তানে নতুন সরকার ক্ষমতায় আসতেই দুই দেশের মধ্যে শত্রুতা কমানোর চেষ্টা শুরু হয়েছে। আর, এক্ষেত্রে সামনে রাখা হচ্ছে লাহোর প্রস্তাব। আপাতত ‘low-key and low-risk’ পদ্ধতিতে দুই দেশের মধ্যে দূরত্ব কমানোর চেষ্টা শুরু হয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি নতুন কিছু নয়। ধর্মভিত্তিকভাবে দেশভাগের পর দুই দেশের মধ্যে বিবাদ স্বাধীনতার পর থেকেই চলছে। তার পর মধ্যে গিয়েছে কোভিড অতিমারি। সেসবের জেরে ভারত এবং পাকিস্তানের মধ্যে যোগাযোগ প্রায় বন্ধই ছিল। এই দুই দেশ যে প্রতিবেশী, সেটা বোঝাই যেন দায় হয়ে পড়েছিল। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করেছে ইসলামাবাদ। কারণ, পাকিস্তানের আর্থিক পরিস্থিতি বর্তমানে অত্যন্ত খারাপ। সেক্ষেত্রে ভারতের সহযোগিতা পেলে পাকিস্তান ঘুরে দাঁড়াতে পারে। এমনটাই মত পাকিস্তানের নতুন সরকারের। সেকথা মাথায় রেখেই পাকিস্তান এই বছর আবার নতুন দিল্লিতে ‘জাতীয় দিবস’ উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবছর ২৩ মার্চ পাকিস্তান ‘জাতীয় দিবস’ পালন করা হয়। এই তারিখটি স্থির হয়েছিল ১৯৪০ সালে মুসলিম লিগের লাহোর প্রস্তাবে।