• Isro chief Somnath: সৌর মিশন সূচনার দিনে ধরা পড়ে ক্যানসার, মিশন থেমে থাকেনি, ইসরো প্রধানের মনের জোরকে কুর্নিশ
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৪ মার্চ ২০২৪
  • আদিত্য এল-১ উৎক্ষেপণের দিনেই ক্যানসারে আক্রান্তে হওয়ার খবর পান ইসরো প্রধান। তা সত্ত্বেও মিশন থেমে থাকেনি। আদিত্য এল-১ উৎক্ষেপণের দিনই নিজের ক্যানাসারে আক্রান্ত হওয়ার খবর পেয়েছিলেন ইসরো প্রধান এস সোমনাথ। তা সত্ত্বেও মিশন কোনভাবেই থামে নি। বরফ এই মিশনে সফল হয়ে নিজের মুকুটে নয়া পালক জোড়ে ইসরো।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)