National count: বেড়েছে সংখ্যা, কিন্তু ভারতে আদৌ সুরক্ষিত চিতাবাঘ?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৪ মার্চ ২০২৪
National leopards count: গত সপ্তাহেই প্রকাশিত হয়েছিল চিতাবাঘের জাতীয় সমীক্ষার ফলাফল। সংখ্যাটা ১৩,৮৭৪। মোদী সরকার ক্ষমতায় আসার পর ২০১৪ সালে অনুমান করা হয়েছিল চিতাবাঘের সংখ্যা ৭,৯১০। সেই তুলনায় সংখ্যাটা ৭৫% বেড়েছে। এই প্রসঙ্গে মনে রাখা উচিত, ক্যামেরা পয়েন্টের সংখ্যাও এই সময়কালে বেড়েছে। ২০১৪ সালে চিতাবাঘ গণনার জন্য বসানো ক্যামেরার সংখ্যা ছিল ৯,৭৭৭। সেটাই ২০১৮ সালে বেড়ে হয়েছে ২৬,৮৩৮। চিতাবাঘের ছবি তোলার সংখ্যাও ২০১৪ সালে ছিল ১,৬৪৭। সেটা ২০১৮ সালে বেড়ে হয়েছে ৫,২৪০। পাশাপাশি, ২০১৮ সালে ক্যামেরা বসানো হয়েছিল ১২,৮৫২টি জায়গায়। সেটাই ৮ শতাংশ বেড়ে ২০২২ সালে হয়েছে ৩২,৮০৩টি।